• Skip to primary navigation
  • Skip to main content

AuthorityAid.com

learn everything about Amazon Authority Affiliate Website

  • সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট
  • ব্লগ
  • কেস স্টাডি
  • ফ্রি ই-বুক
  • Tools I Use
বেসিক লিংক বিল্ডিং গাইডলাইন এ টু জেড

বেসিক লিংক বিল্ডিং গাইডলাইন এ টু জেড

টাইটেলে এ টু জেড লিখলেও বেসিক ব্যাকলিংকের সবকিছু এখানে লেখা হবে না। তাহলে প্রশ্ন করতে পারেন- কেন আমি এ টু জেড লিখলাম?

কারণ অবশ্যই আছে। সেটা তো বলবোই। তার আগে বলে নিচ্ছি- আপনার সাইটের জন্য প্রাথমিক যে ব্যাকলিংকের কাজগুলো করবেন সেগুলোই হচ্ছে বেসিক লিংক বিল্ডিংয়ের অন্তর্ভুক্ত।

Basic Link Building

এই লেখায় যেসব বেসিক লিংক বিল্ডিংয়ের কথা বলবো, এগুলোই আমি আমার সাইটে ব্যবহার করেছি বা করি। এই টাইপ ব্যাকলিংক করেই আমি আমার সাইটের বেসিক বা বেইজড বা ফাউন্ডেশন লিংক বিল্ডিংয়ের কাজ শেষ করি। সুতরাং এই অর্থে আমি এ টু জেড বলেছি। অর্থাৎ যেহেতু এইগুলোই যথেষ্ট, তাই এ টু জেড কথাটা ব্যবহার করেছি। আশা করি সমস্যা হচ্ছে না বুঝতে।

তো চলুন জেনে নেয়া যাক বেসিক লিংক বিল্ডিং লিস্টে আমি কি কি অন্তর্ভু্ক্ত করেছি।

  • সোশ্যাল প্রোফাইল
  • সোশ্যাল শেয়ার
  • ব্লগ কমেন্ট
  • ফোরাম প্রোফাইল
  • অথোরিটি প্রোফাইল
  • অথোরিটি ওয়েবসাইট পোস্ট
  • ওয়েব ২.০

ব্যাস, হয়ে গেলো। এগুলোই আছে আমার ঝুলিতে। এগুলোই একটা সাইটের বেসিক লিংক বিল্ডিংয়ের জন্য যথেষ্ট মনে করি আমি।

তাহলে চলুন দেরি না করে এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেয়া যাক।

আমি চেষ্টা করেছি গুরুত্ব দিয়ে বিষয়গুলো বুঝিয়ে লিখতে। তবে সার কথাগুলোই বলেছি। অযথা অপ্রয়োজনীয় কথা বলে লেখাটা টেনে লম্বা করিনি।

সুতরাং একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, পড়–ন। আর যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই জানাতে ভুল করবেন না।

০১. সোশ্যাল প্রোফাইল

সোশ্যাল প্রোফাইল হচ্ছে- সোশ্যাল সাইটগুলোতে একাউন্ট ক্রিয়েট করা।

যেমন ট্যুইটারে একটা একাউন্ট ওপেন করলে ওখানে আপনার সাইটের জন্য একটা লিংক পাবেন। তেমনি ফেসবুকের পেজ, ইনস্টাগ্রাম, বিহ্যান্স, পিনটারেস্ট… এরকম অনেক সোশ্যাল সাইট আছে।

এসবের প্রত্যেকটা সাইট থেকেই একটা করে ব্যাকলিংক পাওয়া যায় একাউন্ট ওপেন করলেই। এগুলোকেই আমি বলছি সোশ্যাল প্রোফাইল। এগুলো খুব পাওয়ারফুল নয়, আগেই বলে রাখছি। তবে অ্যাংকর ভেরিয়েশনে দরকার হয়।

আপনি মোটামুটি ১০-২৫টা সাইটে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করলেই এনাফ। গড়পড়তায় আমি আমার একটা সাইটের জন্য যে ১০-১২টা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করি সেগুলো হচ্ছে:-

1. facebook.com (মূলত ফ্যানপেজ বানাই)
2. twitter.com
3. instagram.com
4. behance.net
5. pinterest.com
6. Academia.edu
7. Flickr.com
8. hi5.com
9. last.fm
10. linkedin.com
11. reddit.com
12. diigo.com

০২. সোশ্যাল শেয়ার

উপরে যেসব সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করেছেন সেগুলোতে অবশ্যই আপনার সাইটের আর্টিক্যালগুলো শেয়ার করবেন। এটাও তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, জাস্ট ভেরিয়েশন।

সংবিধিবদ্ধ সতর্কিকরণ: অনেকেই ফাইভার থেকে পাঁচ/দশ ডলার দিয়ে হাজার হাজার সোশ্যাল শেয়ার করান, যেটা সম্পূর্ণ প্রহিবিটেড। এগুলোর জন্যও সাইট পেনাল্টি খায়। সুতরাং বি কেয়ারফুল!

আপনি গড়পড়তায় আপনার সাইটের একেকটা আর্টিক্যালের জন্য ৫-১০টা করে সোশ্যাল শেয়ার করতে পারলেই হলো।

হয়তো খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এসব সোশ্যাল শেয়ার ইনডেক্স হয় না। তবে করে রাখলে আস্তে আস্তে ইনডেক্স হয়, তখুনি এর ভ্যালুটা এড হয়।

আমি গুরুত্ব দিই পিনটারেস্ট, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে। এই কয়েকটার মধ্যে ভালো করে হ্যাশট্যাগসহ শেয়ার দিলেই যথেষ্ট মনে করি।

০৩. ব্লগ কমেন্ট

আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে একই সঙ্গে ব্লগ কমেন্ট বেশ গুরুত্বপূর্ণ আবার ক্ষতিকরও।

অবশ্য ক্ষতিকর ব্যাপারটা যে অর্থে বলছি সেটা ব্যাকলিংকের সবক্ষেত্রেই প্রযোজ্য। ব্যাখ্যা করে বলছি, আশা করি বুঝতে পারবেন।

ফাইভার বা বিভিন্ন গ্রুপে খুঁজলেই দেখবেন পাঁচ ডলারে ১০০/৫০০ ডুফলো কমেন্ট পাওয়া যায়। অর্থাৎ এগুলোই হচ্ছে সাইটের ক্ষতির কারণ।

মানে হচ্ছে গিয়ে, একটা ব্যাকলিংক একটা সাইটের প্রাণ যেমন ছন্দোবদ্ধ করে, তেমনি প্রাণসংহারও করে। ব্লগ কমেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ব্লগ কমেন্ট করার ক্ষেত্রে নিম্নের এই বিষয়গুলো মেনে চলবেন:

  • সিমিলার সাইটের সিমিলার আর্টিক্যালে ব্লগ কমেন্ট করবেন। সিমিলার সাইট খুঁজতে নিচের ভিডিও টিউটোরিয়ালটা দেখতে পারেন।
  • যে আর্টিক্যালে ২০টার বেশি কমেন্ট আছে সেসব আর্টিক্যালে কমেন্ট করার দরকার নেই।
  • কমেন্টের ইউআরএল হিসেবে সবসময় আপনার সাইটের হোমপেজ ব্যবহার করবেন। আর নাম ব্যবহার করবেন আপনার সাইটের অথোরে যেটা দেয়া আছে ওটা। ইমেইল যেটা ব্যবহার করবেন সেটাতে গ্রাভাটার ইউজ করবেন। তাহলে কমেন্ট করার স্থানে ফটো দেখাবে।
  • কমেন্ট ডুফলো কি নোফলো সেটা দেখবেন না।
  • কমেন্টের অ্যাংকরে ভেরিয়েশন আনতে গেলে এভাবে আনবেন: অথোর ফুল নেম, অথোর ফার্স্ট নেম, অথোর লাস্ট নেম। অর্থাৎ এভাবে করলে তিনটা ভেরিয়েশন আসবে। অ্যাংকরে কখনও সাইটের নাম বা কীওয়ার্ড দেবেন না।
  • কমেন্টের ভেতরে আপনার সাইটের নাম বা ইউআরএল ইউজ করবেন না।

সিমিলার ওয়েবসাইট খোঁজে নিয়ে ব্লগ কমেন্ট করতে পারেন এভাবে। টিউটোরিয়ালের সাউন্ড কোয়ালিটির জন্য দুঃখিত।

০৪. ফোরাম প্রোফাইল

ফোরাম প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে একেবারে নিস রিলেটেড না পেলে না করার পরামর্শ দেবো।
আর ফোরামে প্রোফাইল করেই বসে থাকবেন না। অবশ্যই সেখানে কিছু না কিছু একটিভিটিজ করবেন। নয়তো সিগনেচারে আপনার সাইট এড করতে পারবেন না।

দ্বিতীয় কথা হলো, একটিভিটিজ না থাকলে আপনার একাউন্ট সাসপেন্ড হতে পারে, ডিজেবল করে দেয়া হতে পারে। তাই কিছু একটিভিটিজ অবশ্যই করবেন।

একটিভিটিজ বলতে, ফোরামের পোস্ট পড়বেন। কমেন্ট করবেন ইত্যাদি।

আর যদি থ্রেড ক্রিয়েট করার পারমিশন পান তাহলে তো সেটা অনেক ভালো। বড় আর্টিক্যাল লিখে অথোরিটি টাইপ ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন সেখানে।

০৫. অথোরিটি প্রোফাইল

অনেকটা সোশ্যাল প্রোফাইলের মতোই। এখানেও প্রোফাইল ক্রিয়েট করলে একটা ব্যাকলিংক পাওয়া/নেয়া যায়।

একটা ব্যাপার মাথায় রাখবেন- প্রোফাইল থেকে সবসময় আপনার সাইটের হোমপেজের জন্য ব্যাকলিংক নেবেন। নয়তো প্রোফাইল অটো ডিলিট হয়ে যাবে।

নিম্নে অথোরিটি সাইটের একটা লিস্ট দেয়া হলো। সাধারণত আমি এই সাইটগুলোই ব্যবহার করি। এগুলো দ্রুত ইনডেক্স হয় এবং সহজে একসেসেবল।

  1. Quora.com
  2. dmca.com
  3. disqus.com
  4. about.me
  5. scoop.it
  6. wn.com
  7. medium.com
  8. buzzfeed.com
  9. gravatar.com
  10. paperblog.com
  11. bizcommunity.com
  12. wordpress.org

০৬. অথোরিটি ওয়েবসাইট পোস্ট

অথোরিটি ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে সেখানে আর্টিক্যালও পাবলিশ করা যায়। এবং অনেক সময় এখান থেকে ডুফলো ব্যাকলিংকও পাওয়া যায় সহজে।

তবে বর্তমান সময়ে বেশিরভাগ-ই নো-ইনডেক্স টাইপ লিংক দেয়। সুতরাং এই বিষয়টা খেয়াল করে নিতে হবে।

আরেকটা বিষয় হচ্ছে- অথোরিটি ওয়েবসাইটের পোস্ট থেকে সবসময় ইনফো আর্টিক্যালের জন্য ব্যাকলিংক নেবেন। কিংবা হোম পেজের।

তবে যদি শিউর থাকেন যে সাইটটা ভালো, ইনডেক্সেবল, তাহলে মানি আর্টিক্যালের জন্যও নিতে পারেন।
এখানে যে আর্টিক্যাল পাবলিশ করবেন, সেটা যেন স্পিন না হয়। চেষ্টা করবেন ভালো মানের আর্টিক্যাল দেয়ার জন্য। আর্টিক্যালের লেংথ কমপক্ষে ৫০০ শব্দের দেবেন। বেশি হলে আরও ভালো। অথোরিটি সাইট ভালো মানের আর্টিক্যাল পেলে সেটাকে ফিচার্ড করে দেয়।

০৭. ওয়েব ২.০

অনেকেই মনে করেন বর্তমান সময়ে ওয়েব ২.০ থেকে নেয়া ব্যাকলিংক তেমন কাজের নয়। আমি শিউর নই এই বিষয়টাতে। সত্য হলেও হতে পারে। কিন্তু আমি এমনও ওয়েব ২.০ সাইট দেখেছি যেটা থেকে ব্যাকলিংক অনেকটা গেস্টপোস্টের মতো ভ্যালু/জুস দিয়েছে।

তবে অ্যাংকর টেক্সট এবং লিংক ভেরিয়েশনের জন্য ওয়েব ২.০-এর বিকল্প নেই বলেই আমার মনে হয়। ভালো মানের ওয়েব ২.০ থেকে ভালো আর্টিক্যাল দিয়ে ব্যাকলিংক করা অনেক ভালো বলেই মনে করি।
তবে সমস্যা হলো, বর্তমান সময়ে অনেক ওয়েব ২.০-ই সহজে ইনডেক্স হতে চায় না। আর গুগলে ইনডেক্স না হলে সেই ব্যাকলিংকের যে কোনো ভ্যালু নেই সেটা তো আমরা জানি।

তাই ভালো করে ওয়েব ২.০ বানাতে হবে। কোথাও থেকে সার্ভিস নিতে হলেও খোঁজ-খবর নিয়ে নিতে হবে।

উল্লেখযোগ্য ওয়েব ২.০ হচ্ছে:-
1. wordpress.com
2. tumblr.com
3. blogspot.com
4. yola.com
5. quora.com
6. soup.io
7. sites.google.com
8. weebly.com
9. hubpages.com
10. pen.io

আমি মোটামুটি এই লিস্টটাই ফলো করি। এখানে ডেডিকেটেড করে লিস্ট দেয়ার মূল কারণই হচ্ছে- অনেকে ইনবক্স করে জানতে চান যে বর্তমানে কোন ওয়েব ২.০ সাইটগুলো কাজ করে? আসলে সেভাবে বলতে গেলে কোনোটাই কাজ করে না আবার সবই কাজ করে। অর্থাৎ আপনি কেমন করে ওয়েব ২.০ সাইটগুলো বানাচ্ছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে।

না, ওয়েব ২.০ সাইট বানানোর জন্য আলাদা প্রক্সি বা আইপি ইউজ করার দরকার নেই। স্বাভাবিক ব্রাউজার ইউজ করে বানালেই চলবে। অনেকে আবার বলেন একটা গুগল/জিমেইল দিয়ে সবগুলো ওয়েব ২.০ সাইট বানালে গুগল ফুটনোট বুঝতে পারে। আমি বলবো এই কথার কোনো ভিত্তি নেই। তারপরও যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি হটমেইল কিংবা ইয়াহু মেইল ইউজ করে একাউন্ট ক্রিয়েশন করতে পারেন। কিন্তু আমি প্রয়োজন দেখি না।

সহজে ওয়েব ২.০ ইনডেক্স পদ্ধতি

নিচে পয়েন্ট আকারে আমি কিছু টিপস/ওয়ে বলে দিচ্ছি। এগুলো যদি ফলো করেন সহজেই আপনার ওয়েব ২.০ সাইটগুলো ইনডেক্স হবে এবং ডিলিট/টারমিনেট হয়ে যাবে না। সেগুলো হচ্ছে:-

  • ওয়েব ২.০ সাইটগুলোতে কোনো স্পিন কনটেন্ট ইউজ করবেন না।
  • একাউন্ট ক্রিয়েশন করবেন পরিপূর্ণ ডাটা দিয়ে।
  • সাইটে কন্ট্যাক্ট পেজ, আবাউট আস পেজ এবং অন্তত ৩টা ব্লগ পোস্ট দেবেন।
  • সোশ্যাল শেয়ার এবং ব্লগ কমেন্ট করবেন অন্তত দুই সপ্তাহ, নিয়ম করে।
  • পেজ এবং ব্লগপোস্টে যথাযথ নিয়ম ফলো করে ইউটিউব ভিডিও এমবেড করবেন।
  • পোস্টে রিলেটেড ইমেজ ইউজ করবেন।
  • যতোটা সম্ভব ব্লগ পোস্টগুলোর ডিজাইন সুন্দর করে করবেন।
  • যতোটা পারা যায় অন-পেজ এসইও করবেন।
  • ব্লগপোস্টগুলোতে যথাযথ সাইটেশন দেবেন।

মোটামুটি এই পয়েন্টগুলো যদি ফলো করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ওয়েব ২.০ সাইটগুলো ইনডেক্স হয়ে যাবে। এবং সহজে ডিলিট কিংবা টারমিনেট হবে না।

সবশেষ কথা

এই বেসিক বা ফাউন্ডেশন কিংবা বেইজড লিংকগুলো করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন। এই ব্যাকলিংকগুলো সরাসরি আপনার সাইটকে র‌্যাংক করায় কোনো ভূমিকা পালন করবে না। তবে পরোক্ষভাবে এদের ভূমিকা অনেক বেশি।

তাই জন্য সবসময় এই ব্যাকলিংকগুলো করার ক্ষেত্রে অ্যাংকর টেক্সট-এ ভেরিয়েশন রাখবেন যথেষ্ট। অর্থাৎ কিনা বলতে চাচ্ছি, এই সাইটগুলোতে অ্যাংকর টেক্সটের ক্ষেত্রে আপনার মানি সাইটের কোনো কীওয়ার্ড ইউজ করবেন না। এক্সাক্ট কিংবা পারশিয়াল- কোনো কীওয়ার্ড-ই নয়।

তাহলে কেমন অ্যাংকর টেক্সট ব্যবহার করবেন? সোশ্যাল প্রোফাইল এবং অথোরিটি প্রোফাইলের ক্ষেত্রে এখানে সাধারণত নেকড ইউআরএল অটো চলে আসে। অর্থাৎ আপনার সাইটের এড্রেস। তাই এখানে কিছু করার থাকে না।

তবে ওয়েব ২.০ সাইটের ক্ষেত্রে অ্যাংকর টেক্সট দেবেন ভ্যারিয়েশন করে এভাবে: Brand Name, Check here, more information here, Learn more, Source… এই টাইপ অ্যাংকর দেবেন। এটা বেশ পুরনো সিস্টেম হলেও বেশ কার্য়করী। এতে করে আর যা-ই হোক, অ্যাংকর টেক্সট ওভার অপটিমাইজের জন্য আপনার সাইট কখনও পেনাল্টিতে পড়বে না।

তো ওভারঅল এই হচ্ছে আজকের লেখা। এই লেখা থেকে কতটা উপকৃত হয়েছেন বা আদৌ এই লেখা আপনাদের কোনো কাজে লেগেছে কিনা কিংবা এরকম আরও লেখা চান কিনা কিংবা এই লেখার কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট করে জানানোর অনুরোধ জানাই।

বিশেষ আর কি! ভালো থাকুন।

এরকম আরও লেখা:

Filed Under: Blog, SEO

Comments

  1. Harunur Roshid says

    June 27, 2019 at 4:27 pm

    Thanks much Your best sharing bro

  2. Akul Hossain says

    June 27, 2019 at 4:34 pm

    Great information. It will help us to build basic backlinks. Thanks

  3. Iqbal says

    June 27, 2019 at 4:35 pm

    সুন্দর একটা গোছানো ব্যাকলিংক প্রক্রিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ। যখন মাঠে নামবো তখন এগুলো প্রেক্টিকেল আরম্ভ করবো, ইনশাআল্লাহ! কিছু প্রশ্ন ছিলো তবে পরে করবো। Thanks again:)

  4. MD.Saifuddin Ahmed says

    June 27, 2019 at 4:57 pm

    Thanks brother.

  5. Arafat Hossain says

    June 27, 2019 at 5:01 pm

    অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ দিলে কম হয়ে যাবে 🙂 নিয়মিত আরও লিখা চাই

  6. Md Mizanur Rahman says

    June 27, 2019 at 5:30 pm

    আপানাকে অনেক ধন্যবাদ। তবে একটা বিষয় জানার ছিল ভাই। আপনার সাইটে , সাইডবার নাই কেন? বিশেষ কোন কারণ আছে কি? থাকলে জানাবেন ভাই। অপেক্ষাই থাকলাম ভাই। আবার ধন্যবাদ।

    • Md Billal Hossain Sarker says

      June 28, 2019 at 2:56 pm

      বিশেষ কোনো কারণ নেই। ধন্যবাদ ভাই।

  7. Nayeem Islam says

    June 27, 2019 at 5:33 pm

    Very helpful post. I am waiting for next update.

    • Shafiur Rahman says

      June 27, 2019 at 7:27 pm

      Thanks bro very helpful post

  8. Shafiur Rahman says

    June 27, 2019 at 7:29 pm

    Thanks bro very helpful post ?

  9. Md . Salahuddin says

    June 27, 2019 at 7:42 pm

    Thanks very helpful.

  10. Zerin says

    June 27, 2019 at 8:18 pm

    Really bro , you do great about this primary and major stage concept.

  11. Ershad says

    June 28, 2019 at 5:13 am

    সুন্দর করে সাজিয়ে গোছিয়ে বলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করলেন। ধন্যবাদ নয় ভাই ভালবাসা রইল।।।

  12. Tariqul Islam says

    June 29, 2019 at 10:53 pm

    Thanks for sharing the helpful and effective post for new SEO or Blogger as like me. Jajakallah. Thanks again

  13. Rafi says

    July 11, 2019 at 4:36 am

    I have two Quarries
    1. How I can create Reddit profile for my blog?
    2. How to get backlink from tumblr? Can I get backlink from tumblr post? what would be the content guideline for tumblr web2.0 (Should i post the full article to tumblr or post a few lines and link back to my blog site)? Better if you share some resource.
    Thanks in Advance

  14. Yousuf says

    July 21, 2019 at 10:40 pm

    অসাধার, একসাতে অনেক প্রয়োজনীয় তথ্যের সমাহার।

    পোস্টটা আগেই পড়েছিলাম। তখন খুব ভালভাবে বুঝে উঠতে পারিনি।
    এখন নিশসাইট প্ল্যান-পোস্টটি থেকে এখানে এসে আবার পড়লাম। নতুনদের জন্য অনেক প্রশ্নের উত্তর অত্যান্ত গোছালোভাবে উপস্থাপন করেছেন।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • ahmed shohel says

      July 21, 2019 at 11:56 pm

      ধন্যবাদ চমৎকার লেখার জন্য নিচের বিষয় ২টি বুঝতে পারিনাই।
      সোশ্যাল শেয়ার এবং ব্লগ কমেন্ট করবেন অন্তত দুই সপ্তাহ, নিয়ম করে।

      ওয়েব ২.০ ইনডেক্স এর জন্য সোশ্যাল শেয়ারের জন্য কি নতুন একাউন্ট তৈরি করব, না কি নিজের একাউন্ট ব্যবহার করব। একটু বিস্তারিত বলবেন।

      ব্লগপোস্টগুলোতে যথাযথ সাইটেশন দেবেন।

      সাইটেশন মানে কি।

  15. Bappy says

    July 23, 2019 at 6:55 am

    পানির লাহান পরিস্কার। আপনাদের লেখা পড়ে মনে শান্তি পাই। আবারও আপনার লেখার তারিফ করতে হয়।আল্লাহ সব সময় আমাদের হেল্প কারার তৌফিক আপনাকে দান করুক

  16. নাজমুল ইসলাম says

    July 30, 2019 at 6:28 pm

    এক কথায় অসাধারন

  17. Anwar Hussain says

    August 11, 2019 at 11:06 pm

    In a word =water.

  18. রাশেদুল মোমিন says

    December 8, 2019 at 11:15 pm

    অনকে সুন্দর একটি পোস্ট।নতুনদের জন্য অনেক কিছু শিখার আছে।ধন্যবাদ ভাই।

  19. Mohammad Rakib says

    December 9, 2019 at 6:45 am

    ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম।

  20. AK Masum says

    February 20, 2020 at 9:09 am

    অনেক ভালভাবে বুঝিয়ে দিলেন ভাই। যদি রেগুলার আর্টক্যাল পাবলিশ করতেন তাহলে আমাদের মত নতুনদের অনেক উপকার হত।

  21. Md Abdul Kader says

    March 5, 2020 at 4:26 pm

    অনেক উপকৃত হলাম বস, ধন্যবাদ।

  22. sammax says

    March 9, 2020 at 6:40 pm

    সুন্দর একটা গোছানো ব্যাকলিংক প্রক্রিয়া যা নতুনদের অনেক সাহায্য করবে। একটা প্রশ্ন হলো এই ব্যাকলিংক প্রক্রিয়াটি কি ২০২০ সালে একই রকম?

  23. gganbitan.com says

    April 16, 2020 at 10:35 am

    অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল পোস্ট! ধন্যবাদ আপনাকে এতো সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য।

  • মূলপাতা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব সার্ভিসেস
  • অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট (ইবুক)
  • আমরা কারা?
  • যোগাযোগ

Copyright © 2022 by Authority Aid· Powered by WordPress · Hosted by Keen Host.

Insert/edit link

Enter the destination URL

Or link to existing content

    No search term specified. Showing recent items. Search or use up and down arrow keys to select an item.