সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট কী এবং কেন? নতুন সদস্য নিবন্ধন প্রসঙ্গ ও বিস্তারিত!

WE ARE CLOSED! NO ACCEPT NEW MEMBER!!

অথোরিটি এইড সিক্রেট কমিউনিটি নিয়ে আমার পরিকল্পনা এক বা দুই দিনের নয়। প্রায় ৪ বছরের প্ল্যান। নিজের কাজের পাশাপাশি এটার জন্য সময় বের করা ছিলো সত্যিই কষ্টসাধ্য ব্যাপার আমার জন্য। চলতি ২০২২ সালের আমার মূল রেজ্যুলেশন ছিলো সপ্তাহে ৫ দিন কাজ করা ম্যাক্সিমাম। যদিও মেনে চলতে পারছি না, তবে আগের বছরের তুলনায় অনেক রিল্যাক্স উপভোগ করছি।

যে কারণে সিক্রেট কমিউনিটিটা নিয়ে কাজ করার সময় পাচ্ছি বলতে পারেন।

আর এর ফলেই গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমি প্রথমবারের মতো সিক্রেট কমিউনিটি শুরু করার ঘোষণা দিই। এবং এই সিক্রেট কমিউনিটির কি কি কাজ সেটারও একটা ব্রিফ বর্ণনা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম।

এই ক্ষেত্রে মেম্বার নির্বাচন ঢালাওভাবে না করে আমি সুনির্দিষ্ট কিছু নিয়ম ফলো করেছি। ফলে এই সেক্টর সম্পর্কে কিছুই জানেন না এরকম কেউ সিক্রেট কমিউনিটি কিংবা লাইভ প্রজেক্টে জয়েন করতে পারছেন না। আমার মূল চিন্তা ছিলো নিউবিদের নিয়ে: যারা পরিশ্রম করছেন কিন্তু আশানুরূপ রেজাল্ট বের করতে পারছেন না কিংবা যারা মোটামুটি এই সেক্টর সম্পর্কে জানেন কিন্তু ঠিক কীভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না বলে শুরু করা যাচ্ছে না।

তবে এই সেক্টর সম্পর্কে জানেন এবং ভালো ইনকাম করছেন এরকম দুই পক্ষই আছেন কমিউনিটিতে। সো আশা করি ভালো কিছু হবে।

সিক্রেট কমিউনিটিটা হবে এমন একটা কমিউনিটি যেখানে এমন সব মেম্বার থাকবেন যারা অনলাইন প্রফেশনাল। অনলাইনভিত্তিক হবে তাদের মূল ইনকাম সোর্স। এই কমিউনিটির মেম্বাররা পরস্পরকে হেল্প করবেন, হেল্প করবেন অসহায় মানুষদের। ঘুরতে যাবেন দেশের বাইরে, অংশগ্রহণ করবেন এশিয়া, আমেরিকা, ইউরোপের বড় বড় অনলাইন প্রফেশনাল প্রোগ্রামগুলোতে। আয়োজন করবেন দেশের ভেতরে অনলাইন প্রফেশনাল প্রোগ্রাম, আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবেন দেশের বাইরের বড় বড় মার্কেটার, এসইও এক্সপার্টদের।

আর লাইভ প্রজেক্টটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে আমি আমার একটা আমাজন নিস সাইট একদম স্ক্র্যাচ থেকে স্টেপ-বাই-স্টেপ কাজ করে দেখাচ্ছি। যখন যে কাজটা করছি সেটা রেকর্ড করার পর এডিট ছাড়াই লাইভ প্রজেক্টের মেম্বারদের সাথে শেয়ার করে দিচ্ছি একটা মেম্বারশিপ প্যানেলের মাধ্যমে। ফলে মেম্বাররা তাদের সুবিধামতো সময়ে দেখে নিতে পারছেন ভিডিওগুলো। এভাবে পুরো প্রজেক্টটা এক বছর রান হবে। এই সময়ের মধ্যে ধাপে ধাপে কীভাবে স্ক্র্যাচ থেকে শুরু করে রেংক করা হয় একটা নিস সাইট সেই পোরশনগুলো ক্রমান্বয়ে দেখতে পারবেন অংশগ্রহণকারীরা।

সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

আগ্রহীদের কাছ থেকে প্রি-সাবস্ক্রিপশনের মাধ্যমে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক মেম্বার নিয়ে ১০ মে, ২০২২ লাইভ প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণভাবে ফেসবুকের বাইরে একটা কমিউনিটি দাঁড়া হয়েছে। আশা করছি কয়েক মাস পর থেকে তাদের সাকসেস স্টোরি ইনশাআল্লাহ পড়তে পারবেন নিয়মিত।

আমার চিন্তা ছিলো, লাইভ প্রজেক্টে আর কোনো মেম্বার এড করা হবে না। কিন্তু ক্রমান্বয়ে বিভিন্নভাবে বিভিন্নজনের কাছ থেকে প্রতিনিয়ত অনুরোধ আসছে লাইভ প্রজেক্টে জয়েন করার ব্যাপারে। সো বাধ্য হয়েই ওপেন করতে হচ্ছে। যেহেতু আগেই বলেছিলাম, এখানে যুক্ত হওয়া মেম্বারদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে, তাই এই আয়োজন। কিন্তু এখনও আপনি সরাসরি লাইভ প্রজেক্টে জয়েন করতে পারছেন না। আগে নিচের ফরমটা পূরণ করুন। ২৪-৭২ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে:


নোট: উল্লেখ্য, লাইভ প্রজেক্ট একটি পেইড সার্ভিস। এখানে যুক্ত হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফি পে করতে হবে। বর্তমানে ৪০% ডিসকাউন্ট চলছে সীমিত সময়ের জন্য। পরবর্তী পৃষ্ঠায় লাইভ প্রজেক্ট এবং সিক্রেট কমিউনিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।