• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

AuthorityAid.com

learn everything about Amazon Authority Affiliate Website

  • হোম
  • ব্লগ
  • ফ্রি ই-বুক
  • কেস স্টাডি
  • হোস্টিং রিভিউ
  • যোগাযোগ
গেস্টপোস্ট কোন্ সাইট থেকে নেবেন আর কোন্ সাইট থেকে নেবেন না?

গেস্টপোস্ট কোন্ সাইট থেকে নেবেন আর কোন্ সাইট থেকে নেবেন না?

by Md Billal Hossain Sarker | সর্বশেষ আপডেট: April 24, 2019

গেস্টপোস্ট কোথায় থেকে নেবেন আর কোথায় থেকে নেবেন না, এই সিদ্ধান্ত নেয়া একটা জটিল কাজ। ভুল সাইট থেকে একটা/দু’টা গেস্টপোস্ট নিলে হয়তো তেমন কোনো সমস্যা হবে না আপনার সাইটের, কিন্তু পরিমাণ বেশি হয়ে গেলে সমস্যা অবশ্যই হতে পারে

আর আজকালকার সময়ে যেহেতু প্রায় ৯০% গেস্টপোস্ট-ই পয়সা খরচ করে নিতে হয়, তাহলে কেন আজেবাজে সাইট থেকে গেস্টপোস্ট নেবেন?

সুতরাং আসুন দেখে, জেনে, শুনে আর বুঝে নেয়ার চেষ্টা করি কোথায় থেকে লিংক নেয়া যাবে আর কোথায় থেকে নেয়া যাবে না।

কোথায় থেকে লিংক নেবেন না?

কোথায় থেকে লিংক, মানে গেস্টপোস্ট নেবেন না সেটার লিস্ট অনেক বড়। তবে বড় দাগের কয়েকটা এখানে মেনশন করছি:-

১। যেই সাইটের ট্রাফিক নেই। ট্রাফিক ৫০০ একর্ডিং টু এরেফস।

২। যে সাইটের ট্রাফিক হঠাৎ করে ফল হয়েছে কিন্তু আর আপ হয়নি, ওরকম সাইট। তবে যদি আপ হয় ট্রাফিক তাহলে নিতে পারেন। কিন্তু যদি সেটা একাধিকবার হয়, তাহলে বাদ।

৩। অবশ্যই সেই সাইট আপনার সাইটের রিলেটেড নয়, অমন সাইট। মাল্টি নিসের সাইট থেকে নিতে পারেন তবে এভয়েড করতে পারলে ভালো।

৪। যে সাইটে স্পনসর্ড পোস্ট মার্ক করা আছে কিংবা গেস্টপোস্টকে স্পনসর্ড পোস্ট হিসেবে মার্ক করে দেয়।

৫। যে সাইটের জন্য গেস্টপোস্ট নেয়ার জন্য কোথাও বিজ্ঞাপন/প্রমোশন/ঘোষণা/পোস্ট দেয়া হয়। (উদাহরণ: ফেসবুকের কোনো গ্রুপে কেউ ঘোষণা দিলো- গেস্টপোস্ট নেবে তার সাইটের জন্য, ঐরকম সাইট থেকে গেস্টপোস্ট না নেয়াটা গুড প্রাকটিস।

৬। সার্ভিস সেল করে এরকম কারও কাছ থেকেও গেস্টপোস্ট নেয়া যাবে না। তা তার সাইট যদি ফ্রেশও হয় তবেও। তবে সার্ভিসটা যদি এরকম হয়- আউটরিচ করে গেস্টপোস্ট ম্যানেজ করে দেবে, তাহলে ওকে।

৭। কেউ গেস্টপোস্টের অফার করলে তার কাছে জানতে চান তার আরও সাইট আছে কিনা? কারণ হিসেবে উল্লেখ করুন- আপনি একসাথে একাধিক গেস্টপোস্ট নিতে চান। যদি বলে আছে, তাহলে সেগুলোও দেখুন। যদি প্রত্যেকটার ট্রাফিকই কম হয় (মানে বিলো ৫০০), তাহলে ঐ সাইটগুলোতে গেস্টপোস্ট করাটা ব্যাড প্রাকটিস।

আপাতত এটুকু।

কোথায় থেকে গেস্টপোস্ট নেবেন?

উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট দিচ্ছি, যেখান থেকে গেস্টপোস্ট নিতে পারবেন:-

১। উপরের ব্যাপারগুলো নেই এরকম সাইট থেকে গেস্টপোস্ট নিতে পারেন নিশ্চিন্তে।

২। তবে কম ট্রাফিক আছে এরকম সাইট থেকেও নিতে পারবেন যদি সেটা অনগ্রোয়িং হয়।

৩। একর্ডিং টু এরেফস, যদি দেখেন ঐ সাইটের কোনো মানি আর্টিক্যালের “বেস্ট+প্রোডাক্ট” জাতীয় কীওয়ার্ড র‌্যাংকে আছে, মানে ১ থেকে ৩-এর মধ্যে, তাহলে ঐ সাইট থেকে গেস্টপোস্ট নিতে পারবেন।

গেস্টপোস্ট আর মিথ

১। সাইটের বয়স বেশি হলে সেই সাইট থেকে গেস্টপোস্ট নেয়া যাবে সেটা একটা ভুল চিন্তা। নতুন সাইট থেকেও নিতে পারেন যদি সেটার ট্রাফিক থাকে।

২। ডিএপিএ দেখে গেস্টপোস্ট নেয়াটা হচ্ছে সবচেয়ে বড় বোকামী। ডিএপিএ একদম দেখবেন না। মাইন্ড ইট! সবচেয়ে বড় ভুল আর বোকামী হচ্ছে ডিএপিএ দেখে সিদ্ধান্ত নেয়া।

৩। গেস্টপোস্ট বড় হলে সুবিধা, সেরকম নয়। মোটামুটি ৭০০+ ওয়ার্ড হলেই এনাফ। তবে যে সাইটে গেস্টপোস্ট পাবলিশ করবেন, ঐ সাইটের ইনফরমেটিভ আর্টিক্যালগুলো দেখুন। ওদের স্ট্যান্ডার্ড ফলো করতে পারলে সবচেয়ে ভালো। যাকে দিয়ে আর্টিক্যাল লেখাবেন, তাকে ঐ সাইট দেখাবেন, বলবেন এই সাইটের জন্য আর্টিক্যাল লাগবে।

৪। গেস্টপোস্ট আর্টিক্যাল সস্তায় নেয়াটা আরেকটা ভুল। হয়তো আপনার মনে হবে, টাকা দিয়ে গেস্টপোস্ট নেবেন, তা আর্টিক্যালের মান খারাপ হলে আপনার কী? ভুল চিন্তা। বরং গেস্টপোস্টের জন্য কীওয়ার্ড রিসার্চ করে আর্টিক্যাল লিখবেন/লেখাবেন। টাইটেল আই-ক্যাচিং স্টাইলে দেবেন। অনেক সাইটের ইনফো আর্টিক্যালও র‌্যাংক হয়। যদি আপনার গেস্টপোস্ট র‌্যাংক হয়, তাহলে সেটা অনেক অনেক পজেটিভ আপনার সাইটের জন্য।

লেখা বড় হয়ে গেলো নাকি? ওকে, তাহলে আপাতত এখানেই থামছি। ভালো লাগলে জানান। ভবিষ্যতে আরও লেখার উৎসাহ পাবো। আর লিখবোও, ইনশাআল্লাহ।

Filed Under: Blog

Comments

  1. samrat biswas says

    May 1, 2019 at 7:51 pm

    গ্রফে যারা গেষ্টপোষ্ট নিতে চাই তাদের থেকে নেয়া যাবেনা কেন??
    আমি তো ভাবছিলাম আমার সাইটে কিচু ভালো আটিকেল এর জন্য গেষ্টপোষ্ট নিব।।(মাল্টি নিশ সাইট,,,ইনফো আটিকেলে বেশি ফোকাস)

    Reply
  2. Abdullah Al Masud says

    May 11, 2019 at 6:36 pm

    আপনার পোষ্ট গুলোর একটা ব্যাপার আছে। খুব বেশী বড় না কিন্তু বেশ ইফেক্টিভ। মানে অল্পের মধ্যে অনেক তথ্য। এটা ভাল লাগে। চালিয়ে যান। ধন্যবাদ ও শুভ কামনা।

    Reply
  3. আহাম্মেদ সোহেল says

    June 28, 2019 at 10:13 pm

    ধন্যবাদ

    Reply
  4. Ershad says

    July 8, 2019 at 5:37 pm

    আমার গেস্ট পোস্ট থেকে লিংক নেওয়ার পর যদি সাইট ওউনার লিংক বাদ দিয়ে দেয়, তাহলে আমার করণীয় কি?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অথোরিটি এইড ভিডিও টিউটোরিয়াল

এরকম আরও লেখা

  • কীভাবে একটি ব্যর্থ নিস সাইটকে সফল করে তুলবেন?
  • আসুন জেনে নিই কীভাবে আমরা সহজে অসফল হতে পারবো?
  • গুগলের ২০০+ র‌্যাংকিং ফ্যাক্টর কি কি এবং এগুলো জানা কতটা জরুরি?
  • অনপেজ এসইও চেকলিস্ট এ টু জেড
  • নিস সাইট প্ল্যান গাইডলাইন এ টু জেড

Copyright © 2021 by Authority Aid· Powered by WordPress · Hosted by Keen Host.

X
অথোরিটি এইড সার্ভিস সেল করে না। সাইটের যাবতীয় তথ্য শুধুমাত্র ফ্রি বিতরণের জন্য।
বিস্তারিত