NSP4

যে কারণে স্পেনসারের NSP4 ফলো করবেন না!

স্পেনসার হজ আমাজন এফিলিয়েট মার্কেটিং জগতে অতি পরিচিত একটা নাম। এফিলিয়েট মার্কেটিং এবং এসইও নিয়ে লাইভ প্রজেক্ট করে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন।

Affiliate Marketing

তেমনই একটা লাইভ প্রজেক্ট এনএসপিফোর। অর্থাৎ এটা তার চতুর্থ পাবলিক লাইভ সাইট। আগস্ট ২০১৮ তে এই নিস সাইট প্রজেক্ট শুরু করে তিনি জুলাই ০২, ২০১৯, স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় একটি লাইভ ওয়েবিনারের মাধ্যমে তার শুরু করা নিস সাইটটি পাবলিক করেন।

কারণ তিনি কথা দিয়েছিলেন সাইটটি এক মাসে এক হাজার ডলার ইনকাম করা মাত্রই সেটা পাবলিক করবেন। জুন মাসে তার সাইট থেকে ১২০০+ ডলার ইনকাম হলে তিনি ওয়েবিনারের ঘোষণা দেন। স্পেনসার কথা রেখেছেন। সাইটটি লাইভ দেখার জন্য হাজার হাজার মানুষ তার ওয়েবিনারে উপস্থিত ছিলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশ সময় জুলাই ০৩, ২০১৯, সকাল সাড়ে ছয়টায় এটা লাইভ হয়েছিলো।

যেহেতু আমি নিজেও এনএসপি৪ প্রজেক্টের শুরু থেকে ছিলাম এবং কাজ করছি, তাই লাইভ এই ওয়েবিনারে উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ মনে করেছি এবং থেকেছি। ওয়েবিনার শেষ করে তাৎক্ষণিক মাথায় অনেক প্রশ্ন ভীড় করে আসে। সেগুলোসহ প্রাসঙ্গিক আরও যা যা আছে, সবই এই লেখায় অন্তর্ভুক্ত করার ইচ্ছে রাখি। লেখা বড় হয়ে যেতে পারে। আমি চেষ্টা করবো সংক্ষেপে শেষ করতে। কিন্তু বড় যদি হয়-ই, বিরক্ত না হয়ে ধৈর্য়্য ধরে পুরোটা পড়ার আমন্ত্রণ রইলো।

এনএসপিফোর সংক্ষেপে অ্যাট-আ-গ্ল্যান্স

  • ডোমেইন নেম: OwnTheYard.com
  • রেজিস্ট্রেশন ডেট: August 24, 2018
  • ডোমেইন কেনা হয়েছে: NameCheap.com
  • হোস্টিং ইউজ করা হচ্ছে: Amazon (AWS)
  • সাইট পাওয়ার্ড বাই: ওয়ার্ডপ্রেস সেল্ফ-হোস্টেড
  • থিম: জেনারেট প্রেস প্রিমিয়াম
  • প্লাগিনস: Ad Inserter, AmaLinks Pro, Amazon Affiliate for WordPress, Classic Editor, Disable Search, GA Google Analytics, Gonzales, GP Premium, Head, Footer and Post Injections, Link Whisper, OptinMonster API, Real-Time Find and Replace, Recent Posts Widget with Thumbnails, Search & Replace, Self-Hosted Google Fonts, ShortPixel Image Optimizer, SVG Support, WP Featherlight, WP Rocket, WP Show Posts, Yoast SEO AND maybe more!
  • আর্টিক্যাল সংখ্যা: ১৫৮ (জুন ৩০, ২০১৯ পর্য়ন্ত।)
  • ওয়ার্ড সংখ্যা: পাঁচ লাখ+
  • মানি আর্টিক্যাল সংখ্যা: ৯৬টি (২/১টি এদিক-সেদিক হতে পারে।)
  • ইনফো আর্টিক্যাল সংখ্যা: ৬২টি (২/১টি এদিক-সেদিক হতে পারে।)
  • সাইটের ইমেজ সোর্স: সাটারস্টক, গুগল এবং আমাজন (থ্রো এপিআই)
  • আর্টিক্যাল সোর্স: আউটসোর্স (পার থাউজেন্ড এভারেজ ৩০ ডলার)
  • সাইটের খরচ: সতেরো হাজার ডলার (জুন ২০১৯ পর্য়ন্ত। যদিও আমার হিসেবে আরও বেশি।)
  • আর্নিং শুরু: ডিসেম্বর ২০১৮ (শুরু করার ৪ মাসের মাথায়)

এনএসপিফোর বিস্তারিত

স্পেনসারের এই ওয়েবিনার থেকে আপনার নলেজ কতটুকু বেড়েছে বলে মনে করেন? অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন? আমি আসলে জানি না আপনার অবস্থান। সুতরাং আমি বরং আমার নিজের কথা বলি।

সত্যি কথা বলতে কি, আমি কিছুটা ব্যাকডেটেড হয়ে গেছি। কিন্তু সেটাতো পরের কথা। আগে আপনি ওয়েবিনারটার আগাগোড়া কী ছিলো সেটা আরেকবার ভেবে দেখেন। প্রয়োজনে আবার দেখেন সেটা। তাহলে হয়তো বুঝতে পারবেন।

মূলত সাইটের এড্রেসটা জানা ছাড়া কী এমন বিশেষত্ব ছিলো এই ওয়েবিনারে? আমাকে বলতে পারবেন? যা কিছু বলেছে তা সব পুরনো কাসুন্দিই! তারা আপনাকে নতুন কিছুই বলবে না। যে ট্রিক্সগুলো পুরাতন হয়ে যাবে, সেগুলো দিয়ে কোর্স বানিয়ে বিক্রি করবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এসব কোর্স থেকে বেশি ইনফরমেশন আপনি আমাজন এফিলিয়েট বাংলাদেশ ফেসবুক গ্রুপে পাবেন।

সে এখানে কীওয়ার্ড নিয়ে কী বলেছে? বিশেষ/স্পেশাল কিছু ছিলো কি? যা বলেছে সেটা আরও পাঁচ/সাত বছর আগেই পুরনো হয়ে গেছে। লংটেইল প্রো দিয়ে কেসি বের করে সেই কীওয়ার্ড নিয়ে কাজ করা? আই ডোন্ট নো, সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে?

আচ্ছা, আপনারা যারা ওয়েবিনারটা দেখেছেন, তাদের কতজন, স্পেনসারের OTY সাইটের কীওয়ার্ডগুলো চেক করে দেখেছেন? আমি দেখেছি। আপনিও যদি দেখে থাকেন তাহলে আপনিই বলুন, আপনার কী মনে হয়, কোনো স্বাভাবিক কাজ করে সেগুলো র‌্যাংক করা সম্ভব?

স্পেনসার এতো কাজ করেও এখনও পর্য়ন্ত কোনো মানি কীওয়ার্ড র‌্যাংক করাতে পারেননি। আমি সেমরাশ দিয়ে চেক করে দেখেছি। কোনো বেস্ট কীওয়ার্ড র‌্যাংক লিস্টে নেই। আপনিও চেক করে দেখতে পারেন, অথবা নিচের স্ক্রিনশটটা দেখুন:

নিস সাইট কীওয়ার্ড

এগুলোর সার্চ ভলিউম দেখুন। কীওয়ার্ডের ধরণ দেখুন। আপনার কী মনে হয়, এগুলো মানি কীওয়ার্ড? মোস্ট অব ট্রাফিক কী ধরণের কীওয়ার্ড থেকে আসতেছে সেটাও লক্ষ্য করুন। অথচ স্পেনসার বলেছেন, তিনি আর্টিক্যাল ক্যাটাগরাইজড করেছেন সার্চ ভলিউমের উপর ভিত্তি করে। অবশ্য আমি শিউর না। অতোটা সময় পাইনি চেক করে দেখার। তবে দেখার ইচ্ছে আছে।

সংশোধনী:

লেখাটি পাবলিশ করার পর, আমাজন এফিলিয়েট মার্কেটার এক্সপার্ট রোহিত পালিত নিম্নের স্ক্রিনশটটির মাধ্যমে দেখান যে, স্পেনসারের সাইটে মানি কীওয়ার্ডও র‌্যাংক হয়েছে। তাই এই সংশোধনী। পরে আমি সেমরাশে আবারও চেক করি। এরেফসেও দেখি। যেটা বুঝতে পারলাম, আমি মে মাসের ডাটা থেকে পুল করেছি স্ক্রিনশটগুলো। আমার একাউন্টে জুন মাসের ডাটা তখনও এভেইলেবল ছিলো না। যাহোক, রোহিতকে ধন্যবাদ। আমিও খুব কনফিউজড ছিলাম সেমরাশে বিষয়টা না ধরতে পেরে। যেহেতু গতমাসে প্রায় ৮০০ ডলার OTY সেল পেয়েছে আমাজন থেকে, মানি কীওয়ার্ড র‌্যাংক না হলেতো এটা হওয়ার কথা না। আর স্পেনসারও সাধারণ কেউ নয়, তার ইনভেস্টও সাধারণ নয়। সুতরাং র‌্যাংক হবে এটাই স্বাভাবিক। কিন্তু কত ইনভেস্ট করার পর? প্রায় বিশ হাজার ডলার! যেটা কিনা আমাদের দেশের কারও জন্য ভাবা কষ্টকর-ই। মূলত এই বিষয়টাই আমি ফোকাস করার চেষ্টা করেছি আমার লেখায়।

আর্টিক্যাল নিয়ে কিছু কথা

জুন ২০১৯ পর্য়ন্ত স্পেনসার তার সাইটে ১৫৮টা আর্টিক্যাল পোস্ট করেছেন। তার দেয়া বর্ণনার হিসেবে সেখানে প্রায় ৫০০-কে ওয়ার্ডস রয়েছে। কিংবা আরও বেশি। যেখানে প্রায় ৬১% (৯৬টি) আর্টিক্যাল হচ্ছে মানি আর্টিক্যাল। আর বাকী ৩৯% (৬২টি) হচ্ছে ইনফরমেটিভ আর্টিক্যাল। প্রচলিত গুগলের মেট্রিকসের বাইরে। অবশ্য গুগল কখনোই এই নিয়ে সরাসরি বলেনি যে, এটা করা যাবে না। গুগল সবসময় বলে আসছে তারা তথ্যমূলক লেখাকে গুরুত্ব দিয়ে থাকে। মানি আর্টিক্যাল বা ইনফো আর্টিক্যাল এগুলো গুগলের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়। তার কাছে মূল্যবান হচ্ছে ট্রাফিক। ট্রাফিক যে আর্টিক্যালকে গুরুত্ব দেবে সেটাকেই গুগল ভালো বলবে।

কিন্তু প্রচলতিভাবে যেহেতু, ট্রাফিক একটা ইনফো আর্টিক্যালে এসে সময় বেশি কাটায়, তাই সাইটের ভ্যালু তৈরি করার জন্যই মূলত ইনফো আর্টিক্যালকে গুরুত্ব দিয়েছেন আমাজন এফিলিয়েট এক্সপার্ট মার্কেটাররা।

স্পেনসার আর্টিক্যালের লেংথ নিয়েও কথা বলেছেন। ইনফোগুলো ম্যাক্সিমাম দুই হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এবং মানি আর্টিক্যালগুলো ৩-৫ হাজার শব্দ বা তারও বেশি।

এর বাইরে স্পেনসার আর্টিক্যাল প্ল্যান নিয়ে আর কী বলেছেন? আমি শুনিনি আর বেশি কিছু। তাহলে তিনি মূলত কী করতে ওয়েবিনারটা করলেন?

— শো-অফ করতে?
— নিস সাইট নতুন মার্কেটারদের হেল্প করতে?
— কোর্স বিক্রি করতে? (তাও গঁদবাধা পুরনো গার্বেজ ভিডিও কতগুলো!)
— জাস্ট সাইটটা দেখাতে?

আমি আসলে কিছুই তেমন বুঝতে পারিনি। কোর্স তো আমার কাছে বিক্রি করতে পারবেই না! হ্যাঁ, এ কথা মিথ্যা নয় যে, আমি কোর্স কিনি। প্রয়োজনীয় মনে করলে অবশ্যই কিনি। কিন্তু অযথা কোর্স কিনে পয়সা নষ্ট করার মতো অবস্থা আমার নেই। আমি #নিউবি এফিলিয়েট মার্কেটার। কর্ম করে, পরিশ্রম করে পয়সা রোজগার করি। অযথা জায়গায় নষ্ট করার আগে তিন-তিরিকে-নয়বার ভাবি।

ব্যাংকলিংক স্ট্রাটেজি

স্পেনসার ব্যাকলিংক স্ট্রাটেজি যেটা বলেছেন- মানে গেস্টপোস্ট, এডিটস লিংক, দ্য হথ এবং অথোরিটি বিল্ডার লিংক… এগুলো আসলে আমার ঠিক বিশ্বাস হয়নি। কীওয়ার্ড কমপিটিটরের অবস্থা দেখলে আপনি বুঝবেন কেন আমার বিশ্বাস হয়নি ঐ ব্যাটার কথা। উপরের স্ক্রিনশটটা দেখুন। রেফারিং ডোমেইনের সংখ্যা ৪৬৭টি। স্পেনসারের দেয়া বর্ণনার সাথে মিলে? এবং সেমরাশের হিসেবে নোফলোর চেয়ে ডুফলো ব্যাকলিংকের সংখ্যা বেশি। এই সংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট দেখুন। তাহলে ধারণাটা আরও ক্লিয়ার হবে আপনার।

উপরের এই তিনটা স্ক্রিনশট আমার কথাগুলো বুঝতে আপনাকে আরও বেশি সহায়তা করবে আশা করি। কীওয়ার্ড পজিশন, ট্রাফিক ফ্লো-চার্ট, কমপিটিটর, অ্যাংকর টেক্সট ইত্যাদি বিষয়গুলো খেয়াল করুন।

তবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে অ্যাংকর টেক্সট বিষয়টা। এখান থেকে আমার-আপনাদের অনেক কিছু শেখার আছে। আমরা যারা ভাবি- “টাকা দিয়ে ব্যাকলিংক নেবো, অ্যাংকর টেক্সট হুদামুদা দিবো কেন? ডিরেক্ট এক্সাক্ট কীওয়ার্ড দিয়ে নেবো তাহলে র‌্যাংক হয়ে যাবে দ্রুত।” তারা এই অ্যাংকর টেক্সট ব্যাপারটা খুটিয়ে খুটিয়ে দেখতে পারেন/পারি।

আরও একটা স্ক্রিনশট- কীওয়ার্ড পজিশন ক্লিয়ার বোঝার জন্য। সেই সাথে ট্রাফিক ফ্লো-ও দেখে নিতে পারেন এখান থেকে।

কেন এনএসপিফোর ফলো করা যাবে না?

কেস স্টাডি টাইপ লেখা লিখা আসলে অনেক কষ্টকর। অনেক সময় নিয়ে, রিসার্চ করে করে লিখতে হয়। কিন্তু সময় অনেক বড় একটা ব্যাপার। তাই আপাতত লেখাটা আর বড় করতে পারছি না। কিছু পয়েন্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, কেন এনএসপিফোর সাইট দেখে খুশি হওয়ার ব্যাপার নেই, কেন সেটাকে ফলো করা যাবে না।

প্রথম কথা হচ্ছে- ইনভেস্টমেন্ট। আমার হিসেবে স্পেনসার এই সাইটে এই পর্য়ন্ত ২০+ হাজার ডলার ইনভেস্ট করেছেন। যদিও তারা ভাষায় সেভেনটিন থাউজেন্ড ডলার্স মাত্র। ওকে, তর্কে যাবো না, তাই ধরে নিচ্ছি, সতেরো হাজার ডলার-ই।

তাহলে আমাকে বলুন, যেখানে আমাদের দেশের এফিলিয়েট মার্কেটাররা “অমুক প্রিমিয়াম থিমটা কারও কাছে হবে?” জানতে চেয়ে পোস্ট দিয়ে সাইট ডিজাইন করার অপেক্ষায় বসে থাকনে, তাদের জন্য সতেরো হাজার ডলার কেন, এক হাজার ডলার ইনভেস্ট করা কতটা কষ্টসাধ্য সেটা তো বুঝতে হবে, নাকি?

দ্বিতীয় পয়েন্টটা আরও ভয়াভহ! স্পেনসার কীওয়ার্ড সিলেকশনের যে ব্যাপারটা বলেছেন, আমি সেটা দেখে ভীত। তার এনএসপিফোর ফলো করে যদি কেউ এভাবে কীওয়ার্ড সিলেকশন করেন, আমি নিশ্চিয়তা দিয়ে বলছি, র‌্যাংক করা আদৌ পসিবল হবে না। একদমই না। সাইটের ৯৬টা মানি আর্টিক্যালের কীওয়ার্ডগুলো নিয়ে চেক করে করে দেখেন। আপনিও নিশ্চিত হতে পারবেন একটু ঘাটাঘাটি করলেই। আমি র‌্যান্ডমলি বেশ কয়েকটা কীওয়ার্ড চেক করে আতংকিত হয়েছি।

তৃতীয় পয়েন্ট হচ্ছে- একটা নিস সাইটে ১০০+ আর্টিক্যাল দেয়া একজন নতুন মার্কেটারের জন্য কতটা কষ্টসাধ্য কিংবা আদৌ সম্ভব কিনা সেটাও ভেবে দেখার বিষয়। আল-আমিন কবির ভাই, আরিফুল ইসলাম পলাশ ভাই, কেএম রফিকুল ইসলাম ভাই কিংবা মিনহাজ উদ্দিন ভাইদের দ্বারা হয়তো সম্ভব। কিন্তু যিনি মাত্র শুরু করতে যাচ্ছেন, তার পক্ষে কতটা সম্ভব সেটা কি ভেবে দেখা গুরুত্বপূর্ণ নয়?

তাহলে আমি কীভাবে সাইট করবো?

যদি আপনার মনে এরকম প্রশ্ন থাকে, তাহলে বলবো, আপনি থেমে যান। এই প্রশ্ন খুব কঠিন কিছু না। আপনি কি “যতো গুড় ততো মিষ্টি” কথাটা জানেন? কিংবা “কাট য়ুর কোট একর্ডিং টু য়ুর ক্লথ” প্রবাদটা? আমাদের আসলে তাই ভাবতে হবে। সম্রাট হুমায়ূনের তিনশ’ বাবুর্চি ছিলো সেটা ভেবে যদি আমরা না খেয়ে থাকি, তাহলে লস কি আমাদের নাকি বাদশা হুমায়ূনের?

আপনি অবশ্যই নিস সাইট করবেন। তবে আপনার সাধ্যমতো। কেন আপনাকে লাখ লাখ ডলার ইনকাম করতে হবে? আপনি শুরুতে খুব অল্প পরিসরে শুরু করুন। আমি অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট ই-বুকে অল্প পরিসরে শুরু করার একটা প্ল্যান দিয়েছি। কয়জন সেটা ভালো করে পড়ে লক্ষ্য করেছেন, আমি জানি না। কিন্তু আমি আমার স্ট্রাটেজিটাই সেখানে ব্যাখ্যা করেছি। যদি ভালো করে পড়ে দেখেন, তাহলে নতুনদের জন্য সাকসেস পাওয়া আসলে কোনো ব্যাপার না। এই ট্রিকসটা শিখে ফেলুন। কাজে দেবে।

এফিলিয়েট মার্কেটিং শুরু করার পর আমার পরপর তিনটা প্রজেক্ট ধরা খেয়েছিলো। এরমধ্যে একটা ছিলো এরকম: এটা এক কোটি ডলারে ফ্লিপ করবো। কী, হাস্যকর লাগছে? নাকি আমাকে বোকা মনে হচ্ছে? সম্ভত দু’টোই। আমি সম্ভবত তখন নিজেকে এক্সপার্ট এফিলিয়েট মার্কেটার ভাবতাম। মনে করতাম, যা আছে এই জগতে সব আমার জানা হয়ে গেছে! হিহিহি!!!!

কী বেকুব ছিলাম চিন্তা করেন। অথচ এই এতোটা বছর পর এসে এখন মনে হচ্ছে- আমি বোধহয় এফিলিয়েট জগতের ১% ব্যাপারও জানি না। তবে জানার চেষ্টা করছি। যাহোক, সেটা ভিন্ন কথা। অন্য কোনো সময়ে বলা যাবে।

আর কি! এইতো!!

তো চেষ্টা করেছি কম কথায় এনএসপিফোর প্রজেক্টের ব্যাপারে সবকিছু তুলে ধরতে। কিছু মিস করলে, আপনারা কমেন্ট করে সেটা জানতে চাইতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আনন্দে কাটুক আপনাদের সারাটিক্ষণ।

হ্যাপি এফিলিয়েট মার্কেটিং!

29 thoughts on “যে কারণে স্পেনসারের NSP4 ফলো করবেন না!”

  1. অসাধারন কেস স্টাডি ভাই। আমি অবাক হই, আপনি এতো ধৈর্য নিয়ে এতো বড় লেখা কিভাবে শেষ করেন। তাও বিন্দুমাত্র ভ্যালু লেস না করে!

    Reply
    • ভাই, আপনার কাজের পরিধি জানি। এরকম করে বললে লজ্জা পাই। তবে আনন্দিত বোধ করছি আপনার কমেন্ট আমার ব্লগে দেখে। ভালোবাসা ভাই।

      Reply
  2. অনেক ভাল লাগলো বিল্লাল ভাই। ১৭ হাজার ডলার খরচ করার পাবলিক আমাদের দেশের মানুষের মধ্যে আছে কিনা জানিনা, তাও যদি হয় নতুন। আসলেই হাস্যকর।

    Reply
    • আমাদের দেশে অনেক আছে ভাই যারা এরচেয়েও বেশি খরচ করার এবিলিটি রাখেন। হয়তো করেনও। তবে নতুনদের জন্য কষ্টকর বলবো নাকি অসম্ভব বলবো সেটা জানি না। ধন্যবাদ।

      Reply
  3. সত্যি বলতে আমি এর সমন্ধে জানতাম না। আজকে বিভিন্ন গ্রুপে এর সমন্ধে শুনে ওয়েবিনার টি দেখার ইচ্ছে ছিলো। আপনার বিস্তারিত বর্ণ্না পড়ে সহজেই পুরো বিষয় টি জানা হয়ে গেলো।

    Reply
  4. Vaia, Your all article are very informative for the newbies and experts.Hope You will write about keyword research soon.

    Reply
  5. UBERSUGGEST আর AUTHORITYAID- এই দুইটা সাইট নিয়া টেনশনে আছি।

    মাগনা এত হাই কোয়ালিটির সার্ভিস দিয়ে যাচ্ছে, কখন জানি বকেয়াসহ চার্জ দাবী করে বসে!!!

    আপনার লেখা মানেই বিশেষ কিছু, বড় ধাক্কার মোটিভেশন। ভালবাসা নিবেন ভাই। <3

    Reply
  6. Vai till now ami 3 ta project flop khaisi. onek din dhora bosha asi vabsi abar start korum ai years er shesh er dikhe. Dowa raikhen. R article a kisu guruttow purno dik tula dhorasen jaigula khub valo lagse.

    Reply
  7. ভাই,
    স্টডি করতেই আছি, বিশেষ করে আপনার পোষ্টের উপর আর কবে এবং কোথা থেকেযে শুরু করব বুঝতে পারছিনা।তবে আপনার এই পোষ্টা থেকে অনেক কিছু জানতে পারলাম।
    ধন্যবাদ ভাই

    Reply
    • আমার ই-বুকটা পড়লে মোটামুটি একটা গাইডলাইন পাবেন কোথায় থেকে শুরু করতে হবে সে সম্পর্কে। শুভকামনা থাকলো ভাই।

      Reply
  8. Ami spencer er vdo ta dekhi nai ekhono. Tobe apnar likha pore onek kichu clear holo & apnar blueprint ta ami porechi, amar moto newbie der jonno helpful. Thanks billal bhai.

    Reply
  9. Yes, Sir, His ability of investment, experience level and loss recovering method not adjustable as e new marketer. but not bad for learning something from this niche site four.

    Please, can you start this type of public site with Bangla case study? then we learn from you.

    I don’t want to give you thanks, you didn’t give case study yet, that’s promised last few months ago.

    Reply
    • তাপসদা’র সাথে সেদিন গ্রুপে আলাপ হচ্ছিলো। গ্রুপ-ওয়াইজড একটা পাবলিক নিস সাইট রান করার সুন্দর একটা আইডিয়া দিয়েছেন। আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে। কখনও যদি সময় করতে পারি গ্রুপের লিজেন্ড যারা আছেন, সবাইরে না হলেও অন্তত ৫/৭ জনকে নিয়ে একটা পাবলিক নিস সাইট করার চিন্তা আছে।

      কেসস্টাডি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। যে কারণে ওটা লেখা শেষ করে ড্রাফট করে রেখেছি। কখনও যদি জটিলতাগুলো ওভারকাম করা যায়, তাহলে হয়তো পাবলিশ করবো।

      ধন্যবাদ ভাই।

      Reply
  10. আসলেই অসাধারণ ভাই। ফুল আর্টিকেল পরে বুঝলাম এই ধরণের সাইট শুধুমাত্র বিগ মার্কেটারদের পক্ষেই সম্ভব। আরও নতুন নতুন আর্টিকেল চাই যা আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

    Reply
  11. আমার কেন যেন মনে হইতেছে সে লুকিয়ে লুকিয়ে পিবিএন থেকে ব্যাকলিংক নিয়েছে। তাছাড়া এত কম ডোমেইন থেকে এত ডু-ফলো ব্যাকলিংক পাওয়া কি পসিবল???

    Reply

Leave a Comment