• Skip to primary navigation
  • Skip to main content

AuthorityAid.com

learn everything about Amazon Authority Affiliate Website

  • সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট
  • ব্লগ
  • কেস স্টাডি
  • ফ্রি ই-বুক
  • Tools I Use
এক ক্লিকে ঠিক করুন সাইটের অনপেজ এসইও

এক ক্লিকে ঠিক করুন সাইটের অনপেজ এসইও

সুন্দর একটা নিস সাইট বানিয়েছেন?

কিন্তু কোনো ভুল নেইতো?

অনপেজ এসইও কমপ্লিট করেছেন খুব ভালোভাবে? কিন্তু বুঝতে পারছেন না সব ঠিকঠাক হলো কিনা?তাইতো?মনে মনে চাচ্ছেন অভিজ্ঞ কেউ যদি সাইটটা দেখে একটু অডিট করে দিতো তাহলে হয়তো ছোট-মোডো ভুলগুলো দেখিয়ে দিতে পারতেন আপনাকে। আর সেগুলো ফিক্স করে নেয়ার পর দ্রুত রেংকও হতো।এই যদি আপনার মনোভাব হয়, তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে স্ক্রেপি/Screpy. এটি একটি চমৎকার টুল। আপনার পুরো নিস সাইটটি স্ক্যান করে দেখিয়ে দেবে কোথায় কোথায় কি কি প্রবলেম আছে, কি কি ফিক্স করতে হবে এবং সেটা কিভাবে আর কোথায় থেকে করতে হবে। যেমন:-

  • সাইটের স্পিড গুগল ইনসাইটে কত এবং কি কি করে বাড়ানো যাবে
  • সাইটের বর্তমান এসইও স্কোর এবং সেটা বাড়ানোর ওয়ে
  • কীওয়ার্ড রেংক পজিশন ট্র্যাক করা যাবে
  • এইচ-ট্যাগ, সিনট্যাক্স, টাইটেল, ক্যানোনিক্যাল, ইন্টারলিংক চেক ও ফিক্স করা যাবে
  • সাইটের আপটাইম মনিটর করা যাবে

আসলে এই টুলটিতে এতো এতো ফিচার যে যা বলতে গেলে বিরাট লিস্ট হয়ে যাবে। আমি বরং এখানে কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি। আপনি নিজেই দেখে নিতে পারেন:

  • http://prntscr.com/1a99eba
  • http://prntscr.com/1a99qcs
  • http://prntscr.com/1a99w1y
  • http://prntscr.com/1a9a1yb
  • http://prntscr.com/1a9aaks
[এই স্ক্রিনশটগুলো অথোরিটি এইড সাইটের]

সবগুলো ফিচার সরাসরি এবং বিস্তারিত পড়তে পারবেন এই লিংক থেকে: Screpy Lifetime Deal At Appsumo.

ভাবছেন এতো এতো ফিচার সমৃদ্ধ টুলের দাম কত? দাম বছরে ৬২৪ ডলার। এটাও খুব শিগগিরই বাড়বে। তবে আনন্দের সংবাদ হচ্ছে- এই টুলের বর্তমানে LTD অফার চলছে। মানে লাইফ টাইম ডিল। অর্থাৎ একবার কিনলে আজীবন টুলটা ইউজ করতে পারবেন।দাম?LTD অফারের দাম রাখা হয়েছে ৫৫ ডলার। জ্বি, ঠিকই দেখেছেন। মাত্র ৫৫ ডলার দিয়ে কিনলে আজীবন ইউজ করতে পারবেন।

uptime check

LTD রেফারেল লিংক এবং বিস্তারিত: https://go.authorityaid.com/Screpy

এই লাইফটাইম ডিলে পাবেন-

  • ২৫টা ওয়েবসাইট এনালাইসিস করার ক্রেডিট
  • প্রতি মাসে দশ হাজার এনালাইসিস ক্রেডিট
  • প্রতি মাসে পাঁচ হাজার কীওয়ার্ড এনালাইসিস/ট্র্যাকিং ক্রেডিট
  • ১০টা টিম (মানে চাইলে গ্রুপ বায় করা যাবে)
  • ২৫ জন গ্রুপ মেম্বার

এগুলো দিয়ে আপনার নিস সাইটের আদ্যপ্রান্ত এনালাইসিস করতে পারবেন। ২৫টা ওয়েবসাইট শেষ হয়ে যাওয়ার পর কী করবেন? দু’টো কাজ করতে পারেন। এনালাইসিস করা হয়ে গেছে এরকম কোনো ওয়েবসাইট ডিলিট করে দিলে নতুন আরেকটা সাইটের এনালাইসিস করতে পারবেন। অথবা ১১০ ডলার দিয়ে ডিল কিনলে ৫০টা ওয়েবসাইট এনালাইসিস করতে পারবেন। এভাবে আপনি ১২৫টা ওয়েবসাইট এনালাইসিস করার ক্রেডিট কিনতে পারবেন এই লাইফটাইম অফারে।

site speed check

আমার নিজের অভিজ্ঞতা

এই ডিলটা আমি কিনেছি মাত্র কয়েক দিন হলো। আমার মনে হচ্ছে এটা আমার কেনা এই বছরের সেরা ডিল। সেরা টুল।কয়েকটা সাইট এনলাইসিস করে এমন এমন কিছু ইস্যু পেয়েছি যা কিনা আগে খেয়াল করিনি। এবং খুব সহজভাবে সেগুলো ফিক্সও করে ফেলেছি। আমার বিশ্বাস সাইটে পজেটিভ ফিডব্যাক পাবো।

টুলটা কি আসলেই লাইফটাইম?

অবশ্যই। এমনকি ওরা ভবিষ্যতে যতো আপডেট আনবে, যতো ফিচার যোগ হবে, সেগুলোও পাবেন আপনি।সুতরাং আমি মনে করি যারা নিস সাইট নিয়ে সিরিয়াস কাজ করার ব্যাপারে, তাদের জন্য এই টুলটা অবশ্যই একটা সেরা টুল। অবশ্যই অবশ্যই কিনতে হবে।আর ওদের সাইটের ইউজার ইন্টারফেস (UI) টা সত্যিই অসাধারণ। আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন, তাও খুব সহজে কাজ করতে পারবেন এই টুলটার মাধ্যমে। সবকিছু একদম সহজভাবে উপস্থাপন করা। এক কথায় অসাধারণ।

onpage seo check

৪৯ ডলার নাকি ৫৫ ডলার?

এই টুলটার দুইটা অফার অ্যাপসুমোতে দেয়া আছে। একটার দাম ৪৯ ডলার, অন্যটার দাম ৫৫ ডলার। দুইটাতেই সেইম ফিচার আছে। শুধু একটাতে কম ইউজেস এবং অন্যটাতে একটু বেশি ইউজেস করার অপশন। তবে সাধারণ ইউজারকারিদের জন্য ৪৯ ডলারেরটাই যথেষ্ট।

আরেকটা কথা

এই টুলটা কিনতে পারবেন আপনার পেওনিয়ার কার্ড দিয়ে কিংবা পেপাল থাকলে সেটা দিয়েও কিনতে পারবেন। দয়া করে ইনবক্সে আমাকে কিনে দেয়ার অনুরোধ করবেন না। আমার দ্বারা সম্ভব হবে না। আগেই আন্তরিক দুঃখ প্রকাশ করে রাখছি।তবে এই টুলসংক্রান্ত কোনো ব্যাপার বুঝতে সমস্যা হলে আমাকে নক করতে পারেন। যেহেতু বেশ কয়েক দিন ধরে ইউজ করছি, তাই কিছু ব্যাপারতো অ্যাডভান্স জানা আছেই। কিন্তু আমার ধারণা এই টুলটা কারও সাহায্য ছাড়া আপনি নিজেই ইউজ করতে পারবেন তা আপনি যতো নতুনই হয়ে থাকেন না কেন!

অল দ্য বেস্ট।
হ্যাপি নিস সাইট মার্কেটিং!
সবাই ভালো থাকুন। স্টে হোম, স্টে সেফ।

এরকম আরও লেখা:

Filed Under: Blog

Comments

  1. Kazi Shamim Shaharear Islam says

    August 10, 2021 at 10:41 pm

    আচ্ছা স্প্যাম স্কোর কিভাবে কমাতে হয়? আর যদি বলতেন ফেসবুকে আমার সাইটটি ব্লক করে কেন দিয়েছে?

    Reply
    • Orrnob Mahmud says

      September 3, 2021 at 6:51 am

      ব্যাকলিংক প্রোফাইল চেক করুন, স্পামি লিংক ডিসাভো করুন।

      Reply
  2. BD Health says

    January 13, 2022 at 5:03 pm

    Assamualikum. Ati ki 49 version naki 55 version?
    Ami ati kinechilam kintu refund niyechilam. Akhon mone hocche ati amar dorkar. Tai ami ati nite chai. Ati ki redeemed naki unredeemed?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • মূলপাতা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব সার্ভিসেস
  • অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট (ইবুক)
  • আমরা কারা?
  • যোগাযোগ

Copyright © 2022 by Authority Aid· Powered by WordPress · Hosted by Keen Host.

Insert/edit link

Enter the destination URL

Or link to existing content

    No search term specified. Showing recent items. Search or use up and down arrow keys to select an item.