Authority Aid

একটা আমাজন নিস সাইট বানাতে কত খরচ হয়?

বর্তমানে নিস সাইট রেংক করানো একটু বেশি-ই টাফ কাজ। নিস সিলেকশন, কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট লেখানো, অনপেজ-অফপেজ ইত্যাদি মিলে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

যার কারণে অনেকে নিজে বানানোর চেয়ে রেডিমেড নিস সাইট কিনে নেন। অনেকে এরকম পরামর্শ দিচ্ছেন এখন। রেডিমেড সাইট কেনাটা আমার কাছে খুব একটা ভালো বা বুদ্ধিমানের কাজ মনে হয় না। যদিও সময় বাঁচাতে এর বিকল্প নেই।

কেন?

কারণ, বর্তমানে একটা নিস সাইট স্ক্র্যাচ থেকে শুরু করে আর্নিং পর্য়ায়ে নিয়ে যেতে ১২ মাস লাগে মিনিমাম। সময়, অর্থ, পরিশ্রম সবই লাগে। সুতরাং রেডিমেড কিনে ফেলাটা একদম খারাপ না।

নিস সাইট ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় যে, এটা একটা লেগে থাকার বিষয়। কাজটার সাথে নিজেকে অউন করতে হয়। এছাড়া এখানে সাকসেস হওয়া পসিবল বলে মনে হয় না। কিংবা কঠিন। শুধুমাত্র টাকা খরচ করে এই সেক্টরে বোধহয় সাকসেসের চিন্তা অলিক।

তারপরও যদি কেউ সার্ভিস/সাইট কিনে শুরু করতে চান, তাহলে ভালো সার্ভিসের জন্য মোটামুটি কী রকম বাজেট লাগবে একটা হিসাব দিলাম।

এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আমার নিজস্ব অভিজ্ঞতার ঝুলি থেকে দিলাম। শিগগিরই শুরু করতে যাচ্ছি এরকম একটা প্রজেক্টকে একটু এডিট করে এখানে উপস্থাপন করলাম।

এডিট করে কেন? কারণ এখানের মধ্যে শুধুমাত্র কনটেন্ট আমি আউটসোর্স করবো। অর্থাৎ ১, ২ এবং ৪ নম্বর পয়েন্টের জন্য আমি টাকা খরচ করবো। আর বাকী কাজ আমি নিজে করবো।

নিজে করলেও কাজটার একটা ভ্যালু আছে। সেই কাজের মূল্যমান এখানে দিলাম। আমার মতে কম ধরেছি। যেমন কীওয়ার্ড রিসার্চে আমি ২৫০ ডলার ধরেছি। যেটা যথেষ্ট নয়। শুধুমাত্র রিজেনবল বলা যায়। এর জন্য অনেক শ্রম এবং সময় দিতে হয়।

তো চলুন, দেখে নিই এক নজরে একটা নিস সাইট শুরু করার জন্য কি কি খরচ লাগবে, আমার দৃষ্টিতে:

১. ডোমেইন হোস্টিং: ৩০ ডলার (এক্সনহোস্ট, নতুনদের জন্য রিকমেন্ডেড)
২. থিম এন্ড প্লাগিন: ১০০ ডলার (অবশ্যই অবশ্যই জেনেসিস)
৩. কীওয়ার্ড রিসার্চ: ২৫০ ডলার (মানি এবং ইনফো)
৪. কনটেন্ট মিনিমাম ৩০-কে ওয়ার্ডস: ৯০০ ডলার (নেটিভ রাইটার)
৫. সাইট ডিজাইন + কনটেন্ট পাবলিশ: ৩০০ ডলার
৬. অনপেজ অপটিমাইজেশন + স্পীড বুস্টআপ: ১৫০ ডলার
৭. অন্যান্য: ১০০ ডলার
——————————— মোট: ১৮৩০ ডলার

যদি ভালো সার্ভিস চান, তাহলে মোটামুটি এরকম খরচ করতে হবে একটা সাইটের জন্য।

+

অফপেজের জন্য খরচ করতে হবে ১৫০০-২০০০ ডলার।

এভাবে যদি খরচ করতে চান তাহলে আশা করা যায় এই সাইট থেকে মাসে ৫০০+ ডলার ইনকাম সম্ভব। যেটা স্কেল আপ করে ১২৫০-১৫০০ ডলার পর্যন্ত পৌছানো সম্ভব হবে।

6 thoughts on “একটা আমাজন নিস সাইট বানাতে কত খরচ হয়?”

  1. “অবশ্যই অবশ্যই জেনেসিস”

    কেনো সেটা যদি একটু ডিটেলস বলতেন ভাইয়া। এটা নিয়া খুব confusion এ আছি

    Reply
    • জেনেসিস অনেক লাইটওয়েট থিম এবং কাস্টমাইজ করা খুবই সহজ। এই জন্য নতুনদের জন্য এটা প্রিফারেবল।

      Reply
    • ভাই, আমি ফ্রিল্যান্সার ডট কম এবং আমার ক্লায়েন্টের ইন-হাউজ রাইটার থেকে আর্টিক্যাল নিই।

      Reply

Leave a Comment