দ্য পারফেক্ট ওয়েব হোস্টিং ফর নিস সাইট – নিউবি গাইডলাইন

নিস সাইটের জন্য হোস্টিং কেনা ঝামেলার? সিদ্ধান্তহীনতায় ভুগছেন?

এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে দু’টো মিথ নিয়ে কথা বলেছি। এগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে হোস্টিং কোথায় থেকে কিনবেন তা নিয়ে আর দ্বিধাদ্বন্ধ থাকবে না, ইনশাআল্লাহ।

কারণ আমি এখানে বলেছি, একই হোস্টিং প্রোভাইডারের হোস্টিং ব্যবহার করেও একজন ভালো স্পীড পাচ্ছেন তো অন্যজন কাঙ্খিত লোডিং টাইম পাচ্ছেন না কেন।

Hosting Provider Yearly Price My Rating
WPX Hosting – (Recommended) $249.99 4.90 out of 5.00
Exon Host – (Best Support) $199.50 4.75 out of 5.00
A2 Hosting – (Best Optimized) $123.42 4.60 out of 5.00
WP Engine – (Average) $315 4.50 out of 5.00

নিস সাইট বিজনেসে ওয়েব হোস্টিং একটা বড় ইস্যু। বর্তমান সময়ে এই ইস্যুটা আরও বড় আকারে দেখা দিয়েছে যখন থেকে সাইটের স্পীডও র‌্যাংকিং ফ্যাক্টর হিসেবে যুক্ত করা হয়েছে। যদিও ওয়েবসাইটের স্পীড শুধুমাত্র হোস্টিংয়ের উপরই নির্ভরশীল নয়, কিন্তু অবশ্যই একটা বড় প্রভাব রয়েছে।

তো এই যখন অবস্থা, তখন নিস সাইট সব মার্কেটারই ভালো মানের হোস্টিংয়ের দিকে ঝুকছেন। কিন্তু চাইলেই তো আর সেটা সম্ভব হয় না। বাজেটও থাকতে হয়। বিশেষ করে নতুন যারা শুরু করছেন, তাদের জন্যও একটা বড় ইস্যু হোস্টিংয়ের বাজেট। আবার এ-ও ঠিক যে, দাম বেশি হলেই সার্ভিস যে ভালো হবে, বিষয়টা এমনও নয়। সবদিক বিবেচনা করেই একটা ভালো মানের হোস্টিং নিস সাইটের জন্য আশির্বাদ স্বরূপ।

আরেকটা সমস্যার কথা অনেকেই বলেন। একই হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং কিনে একজন ভালো স্পীড পাচ্ছেন কিন্তু অন্যজন মন্দ। এর কারণ কী? সাইট অপটিমাইজেশন? হ্যাঁ, সেটা একটা ইস্যু। তবে আরও কিছু ব্যাপার আছে। এই ভিডিওতে সেই ব্যাপারটা ক্লিয়ার হতে পারবেন। ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কেন একই হোস্টিং ব্যবহার করার পরেও আপনার কমপিটিটরকে আপনি পিক করতে পারছেন না।

আমি ৪টা হোস্টিং প্রোভাইডারের কথা এখানে রিকমেন্ড করেছি। প্রতিটা হোস্টিং নিয়ে তাই দু’চার কথা বলবো। আশা করি এতে আপনার সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে। তো চলুন জেনে নেয়া যাক।

এই হোস্টিং প্রোভাইডারকে আমি এই জন্য সবচেয়ে বেশি রিকমন্ডে করি যে, এরা মূলত নিস সাইটের জন্যই বিখ্যাত। সাইটের মালিক শুরু থেকেই এই ব্যাপারটায় প্রাধান্য দিয়ে আসছেন। আপনি যদি তাদের ফিচারগুলো দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কেন দিন দিন এটার জনপ্রিয়তা বাড়ছে?

তাদের প্রাইস তুলনামূলক বেশি। কিন্তু প্রথম বছরে কম তারপর দ্বিতীয় বছরে অনেক বেশি এরকম নয়। ওদের বিজনেস প্যাকেজ এক বছরের জন্য ২৪৯.৯০ ডলার এবং প্রতি মাস হলে ২৪.৯৯ ডলার।

ডাব্লিউপিএক্স হোস্টিংয়ের সবচেয়ে পজেটিভ যে দিক, সেটা হচ্ছে- ওদের সব প্যাকেজর ফিচারই সমান। শুধুমাত্র স্পেস, এডন ডোমেইন এবং ব্যান্ডউইডথ ছাড়া। এরকম সাধারণত দেখা যায় না। এই দিক বিবেচনায় আমার কাছে এই হোস্টিংটা বেশি ভালো লাগে। এদের আরেকটা পজেটিভ দিক হচ্ছে- আপনি যদি নিজের সাইট স্পীড অপটিমাইজেশন নাও করেন, তাও এটার লোডিং টাইম অন্য যেকোনোটার চেয়ে কম হবে।

এক্সনহোস্টের সবচেয়ে পজেটিভ দিক হচ্ছে- এটার সাপোর্ট। অন্য যেকোনো হোস্টিংয়ের চেয়ে তাদের সাপোর্ট সিস্টেম ভালো। ফলে বিক্রয়োত্তর তাদের সার্ভিসের মান সত্যিই অসাধারণ। এমনকি হোস্টিং রিলেটেড প্রবলেম না হয়ে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সমস্যাতেও তারা অনেক সময় সাপোর্ট দিয়ে থাকে।

আমি তাদের Turbo Diesel+ প্যাকেজটা রিকমেন্ড করি যদি তাদের হোস্টিং ব্যবহার করতে চান। Turbo Diesel+ সার্ভারে তারা অত্যাধুনিক SSD NVMe হার্ড ডিস্ক ব্যবহার করে। ফলে সাইটের স্পীড নরমাল এসএসডি থেকে বেশি হয়ে থাকে। এছাড়াও, এরকম একটা সার্ভারে তারা সর্বোচ্চ একশ’ একাউন্ট হোস্ট করে মাত্র। আর প্রতিটি একাউন্টের জন্য ৪ কোর সিপিইউ এবং ৪ জিবি র‌্যাম ডেডিকেটেড। ফলে শেয়ার্ড হোস্টিং হওয়ার পরেও আপনি ডেডিকেটেড সার্ভার বা ভিপিএসের সুবিধা পাচ্ছেন।

প্রতি মাসে ১৯.৯৫ ডলার এবং এক বছরের জন্য ১৯৯.৯৫ ডলার। তবে অথোরিটি এইড রিডারদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট প্রথম ইনভয়েসে। ডিসকাউন্ট কোড পেতে আমাকে ইনবক্স করুন এখানে

a2 hosting review

A2 Hosting-এর টার্বো প্যাকেজটা আমি রিকমেন্ড করছি। যদি আপনার সুদূর প্রসারি চিন্তা থাকে নিস সাইট নিয়ে তাহলে তাদের টার্বো প্যাকেজটা তিন বছরের জন্য কিনে নিতে পারেন। তিন বছরের জন্য প্রাইস পড়ছে $334.98, যা আমার কাছে চমৎকার একটা অফার মনে হয়।

অর্থাৎ এই তিন বছরের মধ্যে আপনি একটা নিস সাইট র‌্যাংক করে ফ্লিপ করে ফেলতে পারবেন। সুতরাং হোস্টিং নিয়ে অযথা টেনশন করার প্রয়োজন পড়বে না। এই প্যাকেজটা ওয়ার্ডপ্রেস অপটিমাইজড এবং টার্বো সাপোর্টেড হওয়ায় অন্যান্য প্যাকেজ থেকে এটায় স্পীড পাবেন ২০ গুণ।

সুতরাং লংমেয়াদি পরিকল্পনায় এটু হোস্টিংয়ের ব্যাপারে আপনি পজেটিভ ভাবতে পারেন। তবে অবশ্যই টার্বো প্যাকেজ।

wp engine review

WP Engine এক সময় মার্কেটে অনেক বড় একটা অবস্থান তৈরি করেছিলো। তাদের সেই অবস্থান বর্তমানে তেমন একটা না থাকলেও হোস্টিংয়ের ক্ষেত্রে তাদের কিছু বৈশিষ্ট্য আছে। যা সত্যিই অসাধারণ। এক সময় WP Engine-এ আমার কয়েকটা সাইট ছিলো। মূলত তাদের দামের সাথে পাল্লা দিয়ে পারা যায় না। এডনসের প্রাইসও অনেক বেশি।

তবে নিজের সাইটকে সিকিউরড করতে হলে এখান থেকে হোস্টিংয়ের কথা ভাবতে পারেন। তাছাড়া, একটা মজার ব্যাপার আছে। তাদের কাছ থেকে যদি হোস্টিং কেনেন, তাহলে জেনেসিস ফ্রেমওয়ার্ক থিম এবং তাদের অন্যান্য সব চাইল্ড থিম আপনি ফ্রি একসেস করতে পারবেন। যেগুলোর মূল্যমান প্রায় ৫০০ ডলার। তো এদিক বিবেচনায় এখান থেকে আপনি হোস্টিং কিনতে পারেন।

আর তাছাড়া তাদের সার্ভার হাইলি অপটিমাইজ করা। ফলে সাইটের স্পীড, লোডিং টাইম নিয়ে ভাবনার অবকাশ নেই।

হোস্টিং কেনার আগে যা ভাবতে হবে

নিস সাইটের জন্য হোস্টিং চুজ করতে প্রধান কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। এজন্য ঐ হোস্টিং প্রোভাইডারের ফিচার এবং তাদের রিভিউ দেখে নেবেন। কোন হোস্টিং কোম্পনী কেমন সেটা জানার জন্য ওয়েব হোস্টিং টক (WHT) একটা ভালো প্লাট ফর্ম। এমন কি কোনো হোস্টিং কোম্পনী ভালো সার্ভিস কিংবা সাপোর্ট না দিলে, তাদের ব্যাপারে সেখানে অভিযোগও জানাতে পারবেন। তাছাড়া হোস্টিং সংক্রান্ত পড়াশোনার জন্য এটা একটা বেস্ট সাইট।

তো যা বলছিলাম, হোস্টিং কেনার আগে প্রধান যে বিষয়গুলোর দিকে নজর দেবেন সেগুলো হচ্ছে:-

  • পারফর্মেন্স
  • আপটাইম
  • ফিচার
  • সাপোর্ট

মোটামুটি একটা হোস্টিংয়ের এই ৪টা বিষয় যদি ঠিক থাকে তাহলে ঐ হোস্টিং ব্যবহার করতে পারেন নিশ্চিত মনে। তবে এগুলো দেখার জন্য ঐ হোস্টিং প্রোভাইডারের এক্সিসটিং কাস্টমারের রিভিউ দেখতে ভুলবেন না।

ওভারঅল

হোস্টিং নিয়ে অল্প কথায় বিস্তারিত বলার চেষ্টার করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর ওভারঅল যদি আমাকে প্রশ্ন করেন এই ৪টা থেকে আমার কোনটা বেশি পছন্দ, ৪টা-ই। কারণ আমি এগুলো ব্যবহার করে ভালো পেয়েছি বলেই রিকমেন্ড করছি। এগুলো ছাড়াও আরও অনেক হোস্টিং ইউজ করেছি আমি। কখনও নিজের জন্য আর কখনও ক্লায়েন্টের জন্য।

সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে গোড্যাডির সাথে। এছাড়া মোটামুটি যেকোনো হোস্টিং-ই কিনতে পারেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন- টাকা বাঁচাতে গিয়ে শুরুতেই সাইটের বেইজডটা যেন নষ্ট না হয়।

শুভকামনা। হ্যাপি এফিলিয়েট মার্কেটিং।

ডিসক্লেইমার: এই লেখাটিতে কয়েকটি এফিলিয়েট লিংক ব্যবহার করা হয়েছে। আপনি ঐ লিংকগুলোতে ক্লিক করে হোস্টিং কিনলে আমি একটা সুনির্দিষ্ট কমিশন পাবো। কমিশনটা অবশ্যই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। ফলে আপনার প্রাইস কোনোভাবেই বাড়বে না। অর্থাৎ আপনি এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। তবে লাভবান হতে পারেন যদি কেনার আগে আমাকে জানান। আমি আপনাকে স্পেশাল ডিসকাউন্ট কোড দিতে পারবো যেগুলো “অথোরিটি এইড” সাইটের পাঠকদের জন্য দেয়া হয়েছে হোস্টিং প্রোভাইডার থেকে। যদি এরকম স্পেশাল ডিসকাউন্ট কোড লাগে তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। ধন্যবাদ।

আমার ফেসবুক লিংক: মো বিল্লাল হোসেন সরকার
———
ও-হ্যাঁ, আরেকটি কথা, যারা আমার এফিলিয়েট লিংক ইউজ করে এখান থেকে হোস্টিং কিনবেন, হোস্টিং সংক্রান্ত যেকোনো সাপোর্ট পেতে আপনাদের সহযোগিতা করবো। এবং বছরের যেকোনো সময় আপনার একটা সাইট অডিট করে দেবো একদম ফ্রি।

5 thoughts on “দ্য পারফেক্ট ওয়েব হোস্টিং ফর নিস সাইট – নিউবি গাইডলাইন”

  1. মানুষের উপকার এর কথা ভেবে আমি কিছু যোগ করতে চাই।
    যারা হোস্টিং ব্যাবসা বা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়, তারা সাধারণত বিষয়গুলো ভাল বুঝবেনা, প্লাস এটা এটা কমেন্ট তাই শূধু বিষয় গুলা লিখে সাজেশন দিয়ে দিই!
    unlimited বলে কিছু নাই! এটার মাধ্যমে মুলত বুঝাতে চাই আপনার প্রয়োজন থেকে বেশি আছি। তবে ট্রাফিক বেড়ে গেলেই দেখবেন প্যাকেজ আপডেট করতে বলবে৷
    আপনার একাউন্ট এর রিসোর্স লিমিট কত এটা জেনে নিবেন। cpuকত %, Ram লিমিট কতটুকু, শুধু bandwidth কতটুকু জানলেই হবেনা
    Entry Processes,
    I/O
    IOPS
    Inodes
    এই বিষয় গুলা জানতে হবে। আর nvme ssd বা ssd বাদে যে হস্টিং কিনবেন না এটা বলতে হবেনা আশা করি!
    কম্পানি কি আপনার সাইট এর ব্যাকআপ রাখবে প্রতিদিন?
    Litespeed server ও lscache আছে কিনা?
    কয়টা ডোমেইন রাখতে দিবে?
    ফ্রি ssl এখন প্রাই সবাই দিচ্ছে৷
    এরপর রিভিউ রেপুটেশন এর পালা! ভুলেও গুগল সার্স করে যে কোন এফিলিয়েটার এর রিভিউ পড়ে bluehost সাজেশন করতে আসবেন না৷ রিভিউ দেখবেন ২ টা সাইট এ, webhostingtalk.com আর lowendtalk.com
    কম্পানি কতদিন ব্যাবসায় আছে? তাদের টিম এর দক্ষতা কেমন? সার্ভার স্পিড শুধু ফিচার আর টুল এর উপর নির্ভর করেনা দক্ষ টিম এর উপর ও করে।
    আর সাধারণত হস্টিং এ কোন সমস্যা না হলে সাপোর্ট এর দরকার পরেনা আমার। সাইট এর সমস্যা ত হস্টিং কম্পানির লোক এর দেখার বিষয় নাই৷ তাই ভাল হস্টিং এ মোটামুটি সাপোর্ট হলেই চলে।
    এবার সাজেশন!!

    যাবতীয় বিষয় বিবেচনা করে, আপনি জদি নতুন হন, সেরা বাজেট হস্টিং চান তাহলে চোখ বুজে hostmantis এর অফার নিয়ে কিনে ফেলুন, froum ২ টা তে পাবেন৷ আর আপনার সাইট জদি বাংলা ভাষায় হয় তাহলে ত hostmantis singapure লোকেশন এর অল্টারনেটিভ পাওয়া কষ্ট।

    আপনার যদি অনেক গুলা ওয়েবসাইট থাকে, বা ট্রাফিক বেশি হয়, অথবা আপনি নিজে ইচ্ছামত হস্টিং চালাতে চান অন্যদের ও দিতে চান তাহলে আপনাকে vps server সাজেশন করব ৷ cyberpanel এর openlitespeed মোড এ কোন লিমিট নাই। ব্যবহার করা পানির মত সহজ। ovh.us থেকে মাত্র ৩ ডলার এ 2 gb র‍্যাম এর সার্ভার পেয়ে যাবেন। নিশ সাইট এ যেহেতু অল্প ভিজিটর হয়, মাসে মাত্র ৩ ডলার খরচ করে ২০+ সাইট রাখতে পারবেন (ডিপেন্ডস) । এমনি অন্যদের হস্টিং দিয়ে ব্যাবসা ও করতে পারবেন!
    যাইহোক এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে নক দিয়েন, inmarking.com এ আছি ?

    Reply

Leave a Comment