Create Successful Niche Site

কীভাবে একটি ব্যর্থ নিস সাইটকে সফল করে তুলবেন?

হ্যালো!

এই যে, আপনাকেই বলছি। আপনার গল্পটা কি এরকম-

বেশ কয়েক মাস আগে একটা নিস সাইট বানিয়েছেন।

তখন অভিজ্ঞতা কম ছিলো। জানতেন কম। কীওয়ার্ড রিসার্চ ভালো জানতেন না। কোয়ালিটি ব্যাকলিংক কীভাবে তৈরি করতে হয়, তাও ছিলো অজানা। আর্টিক্যাল ভালো ছিলো না। অনপেজে ছিলো হাজারটা ভুল। হয়তো এখনও আছে।

সুতরাং স্বাভাবিকভাবেই গত কয়েক মাসের পরিশ্রম-অর্থ-সাইট সবই ব্যর্থ হয়েছে- তা-ই মনে হচ্ছে আপনার। অবশ্য এ কথা বলার অপেক্ষা রাখে না। তাই না?

তো প্রশ্ন হলো- এই অবস্থায় এখন আপনি কী করবেন?

ব্যর্থ প্রজেক্ট বাদ দিয়ে নতুন আরেকটা শুরু করতে যাচ্ছেন? এবং সেই প্রজেক্ট দিয়ে একদম ফাটিয়ে দেবেন? চার ডিজিট মান্থলি ইনকাম করে ছয় ডিজিটে ফ্লিপ করে ফেলবেন?

কিন্তু, আপনি নিশ্চিত জানেন, নতুন প্রজেক্টটা আগেরটার মতোই ব্যর্থ হবে না? আরও কয়েক মাস পর সেটাতেও ভুল-ভাল খুঁজে পাবেন নাতো? নিশ্চিত জানেন?

তাহলে প্রশ্ন- কী করতে পারি আমি এই অবস্থায়? কী করণীয় আমার?

এরকম প্রশ্ন নিয়ে অনেকেই ইনবক্স করেন। সাধ্যমতো সলিউশন দেয়ার চেষ্টা করি। কিন্তু গত কয়েক দিন যাবৎ ভাবছিলাম, এটা নিয়ে একটা পোস্ট দেবো গ্রুপে। কিন্তু বিষয়টা ভাবতে ভাবতে যতোই নোট করতে লাগলাম, ততোই বড় হয়ে যাচ্ছে। গ্রুপে পোস্ট করার চেয়ে টপিকটা নিয়ে একটা আর্টিক্যাল লেখার কথা ভাবলাম। সেই ভাবনারই বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে।

অনেক দিন পর আপনাদের জন্য আর্টিক্যাল লিখছি- আমি এক্সাইটেড। আশা করি আপনাদের উপকারে আসবে লেখাটা। তো চলুন শুরু করা যাক।

Successful Niche Site

কীভাবে বুঝবো আমার নিস সাইটটি ব্যর্থ?

আমাদের দেশের বেশিরভাগ মানুষই নিস সাইট নিয়ে কাজ করতে আসেন দেখাদেখি থেকে। অর্থাৎ অমুক ভাই মাসে অতো টাকা ইনকাম করেন নিস সাইট থেকে, আমিও করতে পারবো। তমুক ভাই স্পোর্টস নিস নিয়ে ফাটিয়ে দিচ্ছেন, আমিও পারবো। এই ভাই এরকম একটা ডোমেইন নিয়ে শুরু করে আজ লাখ টাকা ইনকাম করছেন, আমি না পারার কী হলো? কিংবা সাইকেল/বাইক নিয়ে সাইট করে সবাই ফাটিয়ে ফেলতেছেন, আমি মাসে চার লাখ না হোক, চল্লিশ হাজার টাকা তো ইনকাম করতে পারবো। তাইতো অনেক বেশি আমার জন্য।

বিলিভ ইট অর নট, এরকম চিন্তাগুলো হচ্ছে আবেগ। এবং আবেগ দিয়ে আর যা-ই হোক না কেন, নিস সাইটে সফলতা পাওয়া যায় না অন্তত।

এবং এরকম আরও কমন কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে এখন আলাপ করতে চাচ্ছি। আশা করি আপনার সাথে এগুলোর কোনো না কোনো পয়েন্ট মিলে যাবে, আর আপনি সেটা থেকে শিক্ষা নিয়ে আপনার এক্সিসটিং নিস সাইট থেকে ভালো কিছু করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে প্রশ্নটার উত্তর দিচ্ছি- কীভাবে বুঝবো আমার নিস সাইটটি ব্যর্থ?

একদম কমন এবং পরিচিত উত্তরটা হচ্ছে- যখন একজন মেনটর বলবেন সাইটটা ব্যর্থ। এখন জানার বিষয় হচ্ছে- মেনটর ব্যক্তিটা কোন পর্য়ায়ের? যদি তিনি সফল ব্যক্তি হয়ে থাকেন, নিস সাইটের ক্ষেত্রে, তাহলে কখনোই একটা সাইটকে বলবেন না, ব্যর্থ সাইট এটা।

কেন?

কারণ প্রতিটা নিস সাইট থেকেই কিছু না কিছু পাওয়ার আছে।

কীভাবে?

একটা কাজ যখন আপনি প্রাকটিক্যালি করবেন, তখন সেই কাজটা থেকে কিছু না কিছু ব্যাপার আপনার অর্জন হবেই। যদি সেই কাজটা ব্যর্থ হয়েও থাকে।

জাস্ট নিজেকে একটু রিউইন্ড করুন। খেয়াল করলেই দেখবেন- আপনার প্রথম নিস সাইটটা শুরু করার আগে আপনি যা যা জানতেন, এখন এরচেয়ে অনেক অনেক বেশি কিছু জানেন। ধরে নিন এটাই আপনার সফলতা।

তবে আজকে এর বাইরে আরও কিছু দিক নিয়ে বলবো। বলবো কীভাবে আপনার ব্যর্থ নিস সাইটটিকে মূল্যবান করে তুলবেন।

এছাড়াও আরও কিছু কারণে একটা নিস সাইটকে ব্যর্থ মনে হতে পারে। যেমন-

  • নিস নির্বাচনে ভুল হলে
  • কীওয়ার্ড রিসার্চ ভুল হলে
  • ডোমেইন নির্বাচনে ভুল হলে
  • আর্টিক্যাল/কনটেন্ট সমস্যা থাকলে
  • অনপেজ এবং অফপেজ এসইওতে ভুল থাকলে
  • প্রোডাক্ট নির্বাচনে ভুল হলে
  • এবং অন্যান্য।

এগুলোইতো আপনার ভুল? হয়তো একটি কিংবা একাধিক ভুল আপনি করেছেন উপরের লিস্ট থেকে। কিন্তু আমি যদি বলি- এসবে ভুল করার কারণেও যদি আপনার নিস সাইট ভুল হয়, তবুও সেটাকে সফল করে তুলতে পারবেন?

জানতে চান, কীভাবে?

চলুন শুরু করা যাক এক এক করে।

নিস নির্বাচনে ভুল হলে

আমাদের কমিউনিটিতে এই ব্যাপারটা দেখেছি- হয় সাইক্লিং, না হয় ফিশিং নিয়ে সবাই নিস সাইট শুরু করেন। সবাই বলতে, বেশিরভাগ-ই এরকম নিস নিয়ে শুরু করেন। এবং অবধারিতভাবে এই শুরু করাটাকে ভুল হিসেবে চিহ্নিত করেন। আর কয়েক মাস বা বছরখানিক পর মনে করেন তার বিরাট ভুল হয়ে গেছে। তার নিস সাইট হয়ে গেছে ব্যর্থ।

আদতে কিন্তু তা নয়। আমি বলছি, এরকম স্যাচুরেটেড নিস নিয়ে শুরু করার পরেও আপনি ভুল করেন নি। হয়তো কাজটা আপনার জন্য কঠিন হয়ে গেছে, কিন্তু আপনি ভুল করেন নি।

আপনার মনে প্রশ্ন জেগেছে- সত্যি বলছেন? আমি ভুল করিনি? কিন্তু কীভাবে?

জ্বি ভাই, জ্বি আপু, আপনি ভুল করেন নি। চাইলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ব্যাপারটা আরেকটু খোলাসা হবে কীওয়ার্ড রিসার্চ ভুল হলে অংশে।

কিন্তু এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি- আপনি, আমি, আমরা কি কেবল বড় বড় দোকান/সুপার শপ থেকেই কেনাকাটা করি? ছোট দোকান, গলির ভেতরের টং দোকান থেকে কি কখনও কেনাকাটা করি না গুরুত্বপূর্ণ কিছু?

কেন? করি?

আরেকটা কথা হচ্ছে: অনেকেই একটা প্রশ্ন করেন- ভাই, কোন নিস নিয়ে কাজ শুরু করবো? কোন নিসে কাজ করা সুবিধাজনক? তাদের জন্য আমি সবসময়েই বলি- যে নিসে আপনার আগ্রহ আছে সেই নিস নিয়েই কাজ করতে পারেন।

তবে গুগলের YMYL (Your Money or Your Life) আপডেট আসার পর থেকে হেলথ/প্রেসক্রাইবড করার মতো বিষয়গুলো নিয়ে কাজ না করাটাই আপনার জন্য ভালো হবে বলি, যদি না আপনি সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট/বিশেষজ্ঞ হয়ে থাকেন।

কীওয়ার্ড রিসার্চ ভুল হলে

আপনি যদি মনে করেন আপনার নিস সাইটটি ব্যর্থ হয়েছে কীওয়ার্ড রিসার্চ ভুল করার কারণে, তাহলে আমি বলবো, ব্যাপার না। আপনার এই ব্যর্থ সাইটটিকে সফল করে তুলতে পারবেন খুব সহজে।

খুব সহজে? কীভাবে?

এই উত্তরটা আমি ইনবক্সে কতজনকে যে দিয়েছি, তার হিসেব নেই। ইনবক্সে যেন আর না দিতে হয়, সেটার ব্যবস্থা এখানে করছি।

আপনি হয়তো আপনার নিস সাইটটা করার সময় প্রচলিত পদ্ধতিতে; অর্থাৎ আজ থেকে ৪/৫ বছর আগের কীওয়ার্ড রিসার্চ ফলো করে কীওয়ার্ড নিয়ে কাজ করেছিলেন। নির্দিষ্ট সার্চ ভলিউম, প্রথম পৃষ্ঠায় নিস সাইট, ইকমার্স সাইট সংখ্যা, ডিএ/পিএ… ইত্যাদি হিসেব করে হয়তো কীওয়ার্ড রিসার্চ করেছেন।

গুগলের আপডেটের সাথে হয়তো আপনি আপডেট ছিলেন না, এখন যেমনটা আছেন। তাই কীওয়ার্ড রিসার্চ করার সহজ তরিকা আপনার জানা ছিলো না। ভুল হওয়াটা স্বাভাবিক। সেই ভুল ঠিক করার জন্যই আপনি এখন নতুন নিস সাইট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন।

না, প্লিজ, না! আপনি নতুন নিস সাইট নিয়ে নয়। এক্সিসটিং সাইটেই নতুন আর্টিক্যাল দেন, নতুনভাবে কীওয়ার্ড বের করে।

শুনুন, হয়তো আপনি ভুল নিস সিলেক্ট করেছিলেন, হয়তো আপনি অনেক কঠিন কমপিটিটিভ কীওয়ার্ড নিয়ে কাজ করেছেন।

কিন্তু খেয়াল করে দেখেন, আপনার সাইটটার একটা অথোরিটি ইতোমধ্যে বিল্ড হয়ে গেছে। নতুন নিস সাইট করে এতোটুকু অথোরিটি গেইন করার জন্যও কিন্তু আপনার সময় লাগবে। আপনি যদি এই সময়টা নতুন প্রজেক্টে না দিয়ে পুরনো প্রজেক্টেই দেন, দেখবেন আরওআই অনেক ভালো হবে। ভালো হতে বাধ্য।

আপনি যেকোনো নিস নিয়েই কাজ করতে পারেন। প্রায় প্রত্যেকটা নিসেই সহজ কীওয়ার্ড আছে। হয়তো কোনো কোনো নিসে সহজ কীওয়ার্ড খুঁজে বের করা সহজ। কোনো কোনোটাতে একটু কঠিন। এর বেশি কিছু না।

এবার আসুন, আপনাকে এই সমস্যার সমাধান দিচ্ছি।

আপনি আপনার নিসে একদম সহজ এবং কম সার্চ ভলিউমের কিছু কীওয়ার্ড খুঁজে বের করুন (যেহেতু আপনি আগের চেয়ে এখন অভিজ্ঞ, তাই এরকম কীওয়ার্ড আপনি রিসার্চ করে বের করতে পারবেন বলেই মনে করি।)।

তারপর সেগুলো দিয়ে সাইটে আর্টিক্যাল দিন। সুন্দর করে সাজান। দেখবেন, কোনোরকম ব্যাকলিংক ছাড়াই, কিংবা একদম বেসিক লিংক করার মাধ্যমেই সেসব র‌্যাংক হয়ে যাচ্ছে।

শুনতে অদ্ভুত লাগছে? কিন্তু কাজ করেই দেখুন এভাবে।

ডোমেইন নির্বাচনে ভুল হলে

যখন শুরু করেছিলেন, তখন নিস সাইটের জন্য ডোমেইন নির্বাচন সম্পর্কে ধারনা স্পষ্ট ছিলো না। এখন জানেন ইএমডি বা পিএমডি’র চেয়ে ব্রান্ডেবল ডোমেইন ভালো। কিন্তু জানার আগেই আপনি হয়তো ইএমডি বা পিএমডি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আর তাই ভাবছেন, এই নিস সাইট নিয়ে আপনার আর কিছু করার নাই। অযথাই পয়সা নষ্ট করছেন এই সাইটের পেছনে।

আমি কিতার মধ্যে টাহা ঢালতেছি

নারে ভাই, এরকম ভাবার কিছু নেই। এখনও অনেকে এক্সাক্ট ম্যাচ এবং পারশিয়াল ম্যাচ ডোমেইন নিয়ে কাজ করছেন। এবং ভালো করছেন।

বিশ্বাস হয় না?

তাহলে যেকোনো একটা কীওয়ার্ড দিয়ে সার্চ করে দেখেন ডোমেইন পান কিনা এভেইলেবল। ৯৫% ক্ষেত্রেই পাবেন না। বিশেষ করে ২-৪ ওয়ার্ড বিশিষ্ট কীওয়ার্ডগুলোর কথা বলছি।

সুতরাং ডোমেইন নির্বাচন ভুল হয়েছে অজুহাতে নতুন প্রজেক্ট শুরু করার কোনো হেতু নাই।

আর্টিক্যাল/কনটেন্ট সমস্যা থাকলে

আমি বলবো, এটাও কোনো বড় ইস্যু না। বিশেষ করে আমাদের মতো নন-নেটিভরা নিস সাইট করতে গেলে বড় সমস্যা এটা একটা। একটা আর্টিক্যালে সাধারণ গ্রামাটিক্যাল এরর, বাক্যচয়নে দুয়েক জায়গায় ভুল থাকাটা একদমই স্বাভাবিক।

আমার এই লেখাটায় দেখুন, কম ভুল আছে? খুঁজলে বানান ভুল, ব্যাকরণগত ভুল, বাক্য বিন্যাসে ভুল অনেকগুলো পাবেন। কিন্তু তার মানে কি এই আপনি লেখাটা না পড়ে ফেলে রেখে দিয়েছেন? এই পর্য়ন্ত এসছেন মানে, আপনি প্রয়োজন মনে করেছেন বলেই পড়তে পড়তে এখানে এসেছেন।

ঠিক ধরেছেন, একটা আর্টিক্যালে তথ্যগত ভুল আছে কিনা সেটাই হলো মেইন বিষয়। সামান্য গ্রামাটিক্যাল মিসটেক কিংবা ভুল বাক্যতে কিছু যাবে আসবে না।

আর যদি তথ্যগত ভুল থাকে?

তাহলে শুদ্ধ করুন। আর্টিক্যালের প্রতিটা লাইন পড়ুন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভেরিফাই করুন। তাহলেই তো হয়ে গেলো।

কী, কনটেন্ট সংক্রান্ত চিন্তা দূর হলো? দরকার হলে ভালো কোনো এডিটর দিয়ে এডিট/প্রুফ করিয়ে নিতে পারেন। তবে এই কাজটা নিজে করা ভালো।

অনপেজ এবং অফপেজ এসইওতে ভুল থাকলে

এখানে দু’টো বিষয়:

— অনপেজ এসইও, এবং
— অফপেজ এসইও

অফপেজ নিয়ে মাথা ঘামানো জরুরি না। যা হয়েছে, হয়ে গেছে। ওটা ওভাবেই থাকুক যদি না মারাত্মক কোনো ভুল হয়ে থাকে। এখন ভবিষ্যত দিকটা দেখুন- যেন বড় কোনো মিসটেক না হয়। যেমন- ব্যাড সাইট থেকে লিংক নেয়া, ভুল অ্যাংকর টেক্সট, ওভার অপটিমাইজ অ্যাংকর টেক্সট…. এসব যেন ভবিষ্যতে না হয়, সেটা খেয়াল করুন।

আর অনপেজের ক্ষেত্রেতো আপনি সবসময়েই আছেন। নিজের মতো করে সাজিয়ে নিন। শুধরে নিন ভুলগুলো। তবে অনপেজ প্রতিদিন বা কয়েক দিন পর পর চেঞ্জ না করে, অনপেজ নিয়ে ভালো করে পড়াশোনা করুন। আপনার কমপিটিটরের সাইটগুলো দেখুন। তারপর একদিন সময় নিয়ে অনপেজটা ভালোভাবে দেখে নিয়ে ঠিক করে নিন।

প্রোডাক্ট নির্বাচনে ভুল হলে

এটা আরেকটা ইস্যু- প্রোডাক্ট নির্বাচন অনেক যত্নের সাথে করা ভালো। কনভার্সন রেট ভালো হয়। তবে নিস সাইট ব্যর্থ হয় না। কিন্তু তারপরও যদি আপনার সেরকম মনে হয়< তাহলে প্রোডাক্ট পাল্টে নিন ভালোভাবে রিসার্চ করে।

নাকি?

না আরও কিছু বলার আছে? আমার মনে হয় আর কিছু বলার থাকতে পারে।

এবং অন্যান্য

আরও অনেক ইস্যু আছে? খুঁজে বের করুন। যদিও এই মুহূর্তে আমার আর কিছু মনে পড়ছে না। তবে যদি পান, সেক্ষেত্রে সেটারও কিন্তু সমাধান আছে। সেভাবে সমাধানের দিকে আগালেই হয়ে যাবে।

শেষ কথা

সবশেষে একটা কথাই বলতে চাই। একটা নিস সাইট নিয়ে ছয় মাস বা এক বছর কাজ করার অর্থ সাইটটার পেছনে অন্তত এক লাখ টাকা কমপক্ষে খরচ। নিজের পরিশ্রম-সম্মানীর কথা না হয় বাদ-ই দিলাম।

তো এতো এতো টাকা আর সময় খরচ করার পর একটা প্রজেক্ট বাতিল করে দেবেন, যখন দেখছেন এটাকেও ভ্যালুয়েবল করে তোলা সম্ভব? এবং যখন জানছেন, পরের প্রজেক্টটাতেও সেই একই ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে?

চিন্তা করেন, ডিয়ার ভাই-আপু।

গভীরভাবে ভাবুন। যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সেটাকেই ভ্যালুয়েবল করে তুলতে বদ্ধপরিকর হোন।

সফলতা খুব দূরে নয়। আপনার হাতের নাগালেই। শুধু হাত বাড়িয়ে ধরতে শিখুন।

সবাই ভালো থাকুন।
হ্যাপি অ্যাফিলিয়েট মার্কেটিং!

19 thoughts on “কীভাবে একটি ব্যর্থ নিস সাইটকে সফল করে তুলবেন?”

  1. লিখিত সমস্যা এর সাথে আমার সমস্যাগুলোও মিলে গিয়েছে কিছু, এখন আর সেই সমস্যা, সমস্যা মনে হচ্ছেনা। কারণ আপনার দেওয়া যাদু আমার মাথায় ঢুকে গেছে?

    Reply
  2. ভাইরে ভাই !! ভাবছিলাম সেল দিয়া দিমু। কিন্তু এখন তো দেখি টরে টাকা। ধন্যবাদ ভাই।

    Reply
  3. ভাই এই লেখাটা পড়ার 10 মিনিট আগে সাইট টা বিক্রয় করতে চাইছিলাম । কিন্তু সাইট এর দাম বলে 6 থেকে 7 হাজার টাকা । 15000 টাকার মত ব্যয় করে 6 থেকে 7 হাজার টাকা সাইট এর দাম শুনে মনটা খারাপ হয়ে গেলো । তাই খারাপ মন নিয়ে আশি facebook চালাতে আর এসেই পেয়ে যায় আপনার পোষ্ট টা । আর এই লেখাটা পড়ে আবার সাইটয়ে কাজ করতে মন চাসচ্ছে। কিন্তু many is problem মনে হয় না কাজ করতে পারব। কিন্তু কনফিন্ডেন অনেক বাড়ছে। আমার নিস বাইক হওয়া পোষ্ট টা আমার সাথে হুবুহু মিলে গেছে । ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Reply
  4. খুবই ইনফরমেটিভ একটা আর্টিকেল পড়লাম। যরা এরকম সমস্যায় আছেন তাদের সাথে সাথে আমাদের নতুনদেরও অনেক কাজে আসবে। এগুলো থেকে সহজেই এখন পরিত্রান পাওয়া যাবে। ধন্যবাদ ভাই।

    Reply
  5. অনেক দিন ধরেই এ সমস্যা টায় ভুগতেছি। আর্টিকেল টা পড়ে অনেক কনফিডেন্স বাড়ল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
    ভালবাসা অবিরাম।

    Reply
  6. খুব ভাল ইনফরমেশন ভাই। পোস্টটি পড়ার পর খুবই উপকৃত হলাম। ধন্যবাদ।

    Reply
  7. আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো
    আমার অনেক সমস্যা আপনার পোস্টের সাথে মিলে গেছে
    অনেক ধন্যবাদ ভাই

    Reply
  8. Thank your for your informative article.
    Would you please suggest any tutorial for Amazon affiliate keyword research?

    It will be helpful for me to start the affiliate marketing.

    Thank you again.

    Reply

Leave a Comment