• Skip to primary navigation
  • Skip to main content

AuthorityAid.com

learn everything about Amazon Authority Affiliate Website

  • সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট
  • ব্লগ
  • কেস স্টাডি
  • ফ্রি ই-বুক
  • Tools I Use
Tools I Use

Tools I Use

নিস সাইট বানাতে গেলে কিছু টুলস লাগে, এর মধ্যে কিছু ফ্রি, কিছু প্রিমিয়াম আবার কিছু আছে ফ্রিমিয়াম। এখানে সেই লিস্টটা দেয়া হলো যেগুলো আমি সাধারণত ইউজ করি আমার নিস সাইটের জন্য।

আপনাকে এগুলোই ইউজ করতে হবে তা নয়। যেমন হোস্ট করার জন্য আমার প্রথম পছন্দ এক্সন হোস্ট। কিন্তু এর মানে এই নয় যে, আপনি এক্সন হোস্টেই আপনার হোস্ট কিনতে হবে। আমি আমার জন্য এটা কিনেছি, তাই আপনাকে সাজেস্ট করছি মাত্র। আর কিছু নয়।

আবার কিছু আছে আমি সেসব টুলস টেস্ট করছি। কিন্তু ফলাফল শেয়ার করার মতো নয় বলে, এখানের লিস্টে রাখিনি। ফলাফল পজেটিভ হলে, এই লিস্ট আপডেট করবো।

তো আপাতত শেয়ার করার মতো লিস্টটাই দিচ্ছি আপনাদের…

Exon Host

এফোর্ডেবল প্রাইসে সবচেয়ে ভালো সার্ভিস আশা করতে পারি শুধুমাত্র এক্সনহোস্ট থেকে। তাদের সাপোর্ট এক কথায় অসাধারণ। অন্যান্য যেকোনো হোস্টিং প্রোভাইডারের সাথে তুলনা করলে অবশ্যই অবশ্যই এক্সনহোস্ট রিকমেন্ডেড।

WPX Hosting

WPX হোস্টিং ভালো লাগার মূল কারণ হচ্ছে তাদের ইনস্ট্যান্ট সাপোর্ট। নক দেয়ার সর্বো্চ্চ দশ সেকেন্ডের মধ্যে তাদের সাপোর্ট পাবেন। এছাড়াও তারা নিজে থেকে অনেক সার্ভিস আপনাকে প্রোভাইড করবে। যা আপনার ভালো লাগবে। যেমন স্পীড অপটিমাইজেশনে যথেষ্ট সহযোগিতা করে।

এটার সবচেয়ে নেগেটিভ দিক হলো- প্রাইস বেশি। প্রতি মাসে আপনাকে গুণতে হবে ২৫ ডলার করে। যা একজন নতুন মার্কেটারের জন্য কস্টলি। শুধুমাত্র এই কারণে এই হোস্টিং চয়েজে দ্বিতীয় অবস্থানে রেখেছি।

Deposit Photos

নিস সাইটে কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করা বাধ্যতামূলক। আমাজন থেকে নিয়ে কোনো ইমেজ নিয়ে আপনি আপনার নিস সাইটে ইউজ করতে পারবেন না। এদিকে ইমেজ কিনে ইউজ করাও অনেক কস্টলি। এই সমাধান পেয়েছি ডেপোজিট ফটোজের মাধ্যমে। তারা খুবই কম খরচে প্রিমিয়াম ইমেজ প্রোভাইড করে। তাদের সংগ্রহ যেমন ভালো, তেমনি দামও হাতের নাগালে। আমি আমার নিস সাইটের জন্য তাই ডেপোজিট ফটোজ থেকে ইমেজ নিয়ে ইউজ করি।

Get AAWP

আমাজন নিজেই এই গেট অ্যাঅ্যাডাব্লিউপি প্লাগিনটা সাজেস্ট করেছে অ্যাফিলিয়েট নিস সাইটে ইউজ করার জন্য। যদিও ব্যক্তিগতভাবে আমার পছন্দ সাইট স্ট্রাইপ, কিন্তু তারপরও কোনো কোনো সাইটে আমি এই প্লাগিনটা ইউজ করি। এটা কাজ অনেক কমিয়ে দেয়। বিশেষ করে টেবিল ক্রিয়েশন এবং অন্যান্য রিলেটেড, যেমন ফার্স্ট ফোল্ডে টপ প্রোডাক্ট শো করানোর ক্ষেত্রে এই প্লাগিনটার বিকল্প তেমন চোখে পড়ে না। চাইলে আপনিও ইউজ করে দেখতে পারেন।

Link Whisper

লিংক হুইসপার সাইটে ইউজ করা হয় ইন্টারলিংক সহজে ক্রিয়েট করার জন্য। অবশ্যই ম্যানুয়ালি ইন্টারলিংক ক্রিয়েক করা গুড প্রাকটিস। তবে ব্যাপারটা ভালোভাবে বুঝতে না পারলে ভুল হবার সম্ভাবনা অনেক। লিংক হুইসপার আপনাকে সেই ভুল হওয়া থেকে রক্ষা তো করবেই, পাশাপাশি আরও অনেক কাজ সহজ করে দেবে। ফলে আপনার সাইটের ইন্টারলিংক জুস হবে অনেক সুন্দর এবং সাবলীল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই প্লাগিনের ফিচার নতুন করে সাজানো হয়েছে। সুতরাং চাইলে এটা ট্রাই করতে পারেন। তবে আপনার সাইটে যদি আর্টিক্যাল সংখ্যা ২৫/৩০টা হয়, সেক্ষেত্রে এই প্লাগিনটা কেনার দরকার নেই। ৫০+ আর্টিক্যাল বা বিশেষ করে ১০০+ হলে এই আর্টিক্যালটা আপনার কাজ যেমন কমিয়ে দেবে, পাশাপাশি অনেক কিছু জানতেও পারবেন। যেমন আপনার কোন ইন্টারলিংক অ্যাংকর সবচেয়ে ভালো অবস্থানে আছে, অডিয়েন্স কোন অ্যাংকরে বেশি ক্লিক করছে, কতটা ক্লিক করছে এসব তথ্যও জানতে পারবেন। বাজেট থাকলে এই প্লাগিনটাকে আমি রিকমেন্ডেড মনে করি।

এই মুহূর্তে আরও যেসব লাইফটাইম ডিল আপনি কিনতে পারেন

বেশ কয়েকটি লাইফটাইম ডিল অফার এই মুহূর্তে আছে কেনার মতো। এগুলো আমি কিনেছি এবং ইউজ করি। ভালো পেয়েছি তাই আপনাদের সাজেস্ট করছি। আপনারও যদি ভালো লাগে, তাহলে কিনে নিতে পারেন শেষ হওয়ার আগেই।

১। RootPal – ওয়ার্ডপ্রেস হোস্টিং। ২টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন আজীবন। দাম ১০০ ডলার।

২। Screpy – অনপেজের জন্য আমার কেনা এবং ইউজ করা অসাধারণ একটা টুল। দাম ৫৫ ডলার। বিস্তারিত রিভিউ দেখুন এখানে।

৩। WordHero – এআই রাইটিং টুল। জিপিটি-৩ + নিজস্ব টেকনোলজি (আপকামিং) সমন্বয়ে অসাধারণ একটা রাইটিং টুল হতে যাচ্ছে ওয়ার্ডহিরো। আপাতত ইনভেস্ট মেক চলছে লাইফটাইম ডিল দিয়ে। ওয়ার্ডহিরো’র ফাউন্ডার আমার বন্ধু মানুষ। তাই প্রমোট করতেছি, ব্যাপারটা এমন নয়। ইউজার ইন্টারফেসটা বেশ ভালো। লিখতেও পারবেন খুব স্মুথলি। ট্রাই করে দেখতে পারেন এআই রাইটিং টুল নিয়ে আগ্রহ থাকলে।

চলবে…

  • মূলপাতা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব সার্ভিসেস
  • অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট (ইবুক)
  • আমরা কারা?
  • যোগাযোগ

Copyright © 2022 by Authority Aid· Powered by WordPress · Hosted by Keen Host.