প্রাইভেসি পলিসি

আপনাকে নিশ্চিত করা যাচ্ছে যে, আপনার তথ্যাদি সম্পূর্ণ গোপন এবং যত্নে সংরক্ষিত থাকবে অথোরিটি এইড কর্তৃপক্ষের কাছে। একজন অনলাইন প্রফেশনাল হিসেবে আমি খুব ভালো করে জানি আপনার গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। এখানে আপনার তথ্যাদি সংরক্ষণ কেন করা হয় তার একটা ধারণা দেয়া যাক।

আপনার কাছ থেকে কি কি তথ্য সংগ্রহ করা হচ্ছে?

  • আপনি যখন অথোরিটি এইড থেকে কোনো সার্ভিস কিনতে আগ্রহী হন, তখন আপনাকে রেজিস্ট্রেশন/সাবস্ক্রাইব করতে হয়। আর এজন্য আপনার ইমেইল আমাদের কাছে সংরক্ষিত হয় স্বয়ংক্রিয়ভাবে ভবিষ্যত অনুসন্ধান এবং সার্ভিস প্রদাণ করার জন্য।
  • আপনার সেলফোন তথা ফোন নম্বর আমাদের ডাটাবেজে সংরক্ষণ করা হয় একই কারণে।
  • আপনি আমাদের সার্ভিস সেবা নেয়ার জন্য যখনই রেজিস্ট্রেশন/সাবস্ক্রাইব করেন, আমরা আপনার ঠিকানাও সংরক্ষণ করি ভবিষ্যতে প্রয়োজনীয় কাজের জন্য।

এছাড়াও আমরা আর কী করি?

  • যারা ফেসবুক থেকে আমাদের অথোরিটি এইড ওয়েবসাইটে আসেন, আমরা ফেসবুক পিক্সেল ব্যবহার করে আপনার কিছু তথ্য ট্র্যাক করি বাই ডিফল্ট এআইয়ের মাধ্যমে।
  • এছাড়াও অথোরিটি এইড ওয়েবসাইটে গুগলএনালিটিক্স এবং গুগল সার্চ কনসোল কোড ইউজ করা হচ্ছে তথ্য সংরক্ষণ করার জন্য।

আপনার তথ্যের মালিকানা আমরা কি?

একদমই না। উপরন্তু আপনি যদি চান আপনার তথ্য আমাদের ওয়েবসাইট/ডাটাবেজ থেকে সরিয়ে ফেলতে, তাহলে আমাদের এই ইমেইলে admin@authorityaid.com মেইল করুন। সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইট/ডাটাবেজ থেকে মুছে ফেলা হবে।

কিংবা আপনি নিজে নিজেও আপনার তথ্য আমাদের ডাটাবেজ থেকে মুছে ফেলতে পারেন। খেয়াল করুন, আপনার কাছে যখন অথোরিটি এইডের পক্ষ থেকে কোনো ইেমইল সেন্ড করা হয়, তখন ইমেইলের নিচে Unsubscribe একটা বাটন আছে। সেটাতে ক্লিক করে আমাদের তালিকা থেকে আপনি নিজেক সরিয়ে নিতে পারেন।

আপনি আপনার ডেটার ১০০% মালিক৷ আপনি যদি চান যে আমরা আমাদের পক্ষ থেকে সঞ্চিত আপনার যেকোন/সমস্ত ডেটা সরিয়ে ফেলি, তাহলে আমাদের admin@authorityaid.com-এ একটি ইমেল পাঠান এবং আমরা ৪৮ ঘন্টার মধ্যে আপনার যাবতীয় তথ্য মুছে ফেলবো। এছাড়া যখনই আমরা আপনাকে একটি ইমেল পাঠাই তার নীচে একটি “আনসাবস্ক্রাইব” বাটন পাবেন, যেখানে ক্লিক করে আপনি যেকোনো সময় আমাদের ইমেল তালিকা থেকে নিজেকে রিমুভ করে নিতে পারেন।

এফিলিয়েট কমিশন এবং স্বত্ব

আমাদের এই ওয়েবসাইটের কিছু লেখায় কিছু লিংক দেখতে পাবেন। এগুলো ‍‍আমাজন, অ্যাপসুমো, পিচগ্রাউন্ড, ডিলিফাই, ডিলমিরর, বা এরকম কোনো প্রোভাইডারের প্রোডাক্ট/সার্ভিস। আপনি যখন সেসব লিংকে ক্লিক করে কিছু কেনেন, আমরা ছোট একটা কমিশন পাই। যা আপনার থেকে নয়, সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া যায়।

উল্লেখ্য, আমরা Amazon এবং এর সহযোগি প্রতিষ্ঠান, Appsumo, Dealify, DealMirror-সহ আরও অন্যান্য অ্যাফিলিয়েট প্রোগ্রামের অংশগ্রহণকারীমাত্র। এসব কোম্পনীর লগো, ট্রেডমার্ক ইত্যাদির অন্তর্ভুক্ত নয় অথোরিটি এইড।

আমাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক বা লেখা বা ছবি বা অন্য কিছু সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে, অনুগ্রহ করে admin@authorityaid.com এ ইমেল করুন। সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনি উত্তর আশা করতে পারেন।

সর্বশেষ হালনাগাদ: মার্চ ০১, ২০২২