লাইভ প্রজেক্ট আপডেট

আসসালামু আলাইকুম।

অথোরিটি এইড সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট সিস্টেমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
আমরা আপনার সাথে যোগাযোগ করবো আগামী ২৪-৭২ ঘণ্টার মধ্যে। ইতোমধ্যে লাইভ প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিন:

সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: লাইভ প্রজেক্টে জয়েন করার ফি কত?

উত্তর: লাইভ প্রজেক্টে জয়েন করার মূল ফি ২১,০০০ (একুশ হাজার) টাকা। বর্তমানে ৪০% ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট থাকবে আগামী ১০ জুলাই ২০২২ পর্য়ন্ত। অর্থাৎ ১০ জুলাই ২০২২-এর মধ্যে লাইভ প্রজেক্টে জয়েন করার ফি হচ্ছে- ১২,৬০০ (বারো হাজার ছয়শত) টাকা। তারপর এই ফি বেড়ে যাবে।

প্রশ্ন: আমি লাইভ প্রজেক্টে জয়েন করতে আগ্রহী। কীভাবে পে করবো?

উত্তর: আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। আপনি ইতোমধ্যে প্রি-সাবস্ক্রিপশন করেছেন। লাইভ প্রজেক্টের পক্ষ থেকে আগামী ২৪-৭২ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। এমন কি আপনাক লাইভ প্রজেক্টে জয়েন করার সুযোগ দেয়া সম্ভব না হলেও সেটা যোগাযোগ করে জানিয়ে দেয়া হবে। দয়া করে অপেক্ষা করুন।

প্রশ্ন: লাইভ প্রজেক্টে জয়েন করার পর ভালো লাগেনি। আমি কি রিফান্ড নিতে পারবো?

উত্তর: না। লাইভ প্রজেক্টের রিফান্ড পিরিয়ড শেষ হয়ে গেছে ১২ জুন ২০২২-এ। তবে এখন জয়েন করার ৭ দিনের মধ্যে যদি আপনার বিশেষ কোনো কারণ থাকে, তাহলে সাপোর্টে যোগাযোগ করতে পারেন। বিশেষ বিবেচনায় রিফান্ড ব্যবস্থা করা যেতে পারে।

প্রশ্ন: লাইভ প্রজেক্ট কি এবং কেন?

প্রশ্ন: একটা আমাজন নিস সাইট স্ক্র্যাচ থেকে কিভাবে তৈরি করা হয়, কোন কাজটার পর কোন কাজটা করতে হয়, ইত্যাদি কাজ ধারাবাহিকভাবে এখানে দেখানো হচ্ছে। লাইভ প্রজেক্ট মানে কাজগুলো লাইভ দেখানো হবে ব্যাপারটা এমন নয়। মূলত আমি আমার নিস সাইট প্রজেক্টগুলো যে প্রক্রিয়া ফলো করি, সেগুলোই করার সময় রেকর্ড করছি। এবং একটা লার্নিং প্লাটফর্মে আপলোড করে দেয়া হচ্ছে ধারাবাহিকভাবে। মেম্বাররা লগিন করে নিজেদের সুবিধামতো সময়ে দেখে নিতে পারছেন ভিডিওগুলো।

এখন প্রশ্ন হলো কেন এরকম একটা প্রজেক্ট?

মূল কারণ হচ্ছে- যারা নতুন তাদের একটা কমন সমস্যা হচ্ছে কোথায় থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এবং কোন কাজটার পর কোন কাজটা করবেন সেটা তারা বুঝতে পারেন না। মূলত এসবের সমাধান করার জন্যই এই লাইভ প্রজেক্ট।

গত ৩/৪ বছরে এরকম কমন প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। ক্লান্ত বলেছি- বিরক্ত নয়। এই অভিজ্ঞতা থেকেই লাইভ প্রজেক্ট ভাবনা। আরও ডেডিকেটেডলি মানুষকে হেল্প করতে চাই। তবে সেটা নির্দিষ্টসংখ্যক মানুষকে নিয়ে আর ইকোনোম্যাকেলি বেনিফিট নিয়ে। যে কারণে একটা ফি-ও নির্ধারণ করা হয়েছে। এটা আমার সময়ের দাম নয়- আমার সময়ের দাম আরও বেশি আমি মনে করি। এবং সেটা আল্লাহর রহমতে নিজ যোগ্যতায় অর্জন করা। এটা হচ্ছে আমার প্রজেক্ট দেখার জন্য। আমি আমার প্রজেক্ট কাউকে দেখাই না।

তো আশা করি উত্তর পেয়েছেন। এবার আমরা অন্য প্রসঙ্গে যাবো। মূলত এখানে লাইভ প্রজেক্ট সম্পর্কেই বেশি বয়ান থাকছে। সিক্রেট কমিউনিটি আরও কয়েকমাস পর লাইভ প্রজেক্ট মেম্বারদের মতামতের ভিত্তিতে তৈরি করা হবে, ইনশাআল্লাহ।

প্রশ্ন: লাইভ প্রজেক্ট থেকে আমরা কি কি শিখবো?

উত্তর: ওকে, এই ব্যাপারে শুরু থেকে যেটা বলে আসছি সেটাই আবার বলছি- কি কি শিখবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। শেখানোর দায়িত্ব আমি নেবো না। কারণ একেকজনের শেখার পারস্পেকটিভ একেকরকম। আমি জানি এখানে এরকম ব্যক্তিও আছেন যারা এক বছর আমার সাথে থাকার পর পরের এক বছরে আমার থেকেও বেশি ইনকাম করবেন। আবার অনেকে কিছুই করবেন না। এটার কারণ হলো আপনার শেখার একাগ্রতা, সদিচ্ছা, সময়, পারস্পেকটিভ এবং এরকম আরও কিছু বিষয়।

না, আমি মনে করি না এখানে যারা জয়েন করেছেন তাদের সবাই-ই সাকসেস হবেন। যদিও আমি বাছাই করে, আপনার প্রোফাইল এবং অনলাইন একটিভিটিজ দেখেই এখানে নিয়েছি। তারপরও কার জীবন কোথায় আবদ্ধ তা কে বলতে পারে! সো আপনি যেটা চান সেটাই হবে। আপনি সাকসেস হতে চাইলে ইনশাআল্লাহ হবেন।

আর আমি এখানে যা যা দেখাবো তাও ইতোমধ্যে বলেছি। এখানে আরেকবার বলে দিচ্ছি সংক্ষেপে: সেগুলো হলো- একটা নিস সাইট স্ক্র্যাচ থেকে শুরু করে রেংক করা পর্যন্ত যা যা ক্রমান্বয়ে করা হয়, তার সবই এখানে দেখানো হবে। আপনি যদি ঠিকঠাকভাবে সবকিছু দেখেন, এবং হোমওয়ার্ক করেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও এরকম সাইট তৈরি করতে পারবেন এই কথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি।

প্রশ্ন: একজনের অথোরিটি এইড লাইভ প্রজেক্ট একাউন্ট কি তার বন্ধু-বান্ধব, পরিবার সদস্য, বা অন্যকারও সাথে শেয়ার করতে পারবে?

উত্তর: না, পারবে না। এটা একটা একক একাউন্ট। অন্যকারও সাথে শেয়ার করার অপশন নই। এরকম করাটা হবে সম্পূর্ণ অনৈতিক কাজ। আর যেহেতু সিঙ্গেল আইপি ট্র্যাক করার সিকিউরিটি আছে, তাই, যদি এরকম কেউ করে থাকেন তাহলে তার একাউন্ট চিরদিনের জন্য সাসপেন্ড ও টার্মিনেট করে দেয়া হবে। এবং তাকে ভবিষ্যতে অথেরিটি এইডের কোনো প্রজেক্ট বা প্রোগ্রামে জয়েন করার সুযোগ দেয়া হবে না। এই ব্যাপারে কোনো রিভউয়ের সুযোগ থাকছে না। দ্বিতীয় কথা হলো- এরকম করাটা আনএথিক্যাল। আপনি এরকমটা করলেন মানে আপনার ইনকাম এবং যাকে দিলেন একসেস, তার ইনকাম, হালাল হবে মনে করছেন? সুতরাং সামান্য কিছুর ভাবনায় অসামান্য কিছু হারাবেন না আশা করছি।

প্রশ্ন: আমি এবং আমার বন্ধু বা অন্যকেউ কি একসাথে বসে লাইভ প্রজেক্টের ভিডিওগুলো দেখতে পারবো?

উত্তর: না। একদমই না। এগুলো সম্পূর্ণই আপনার একক। অন্যকারও সাথে কোনোভাবেই শেয়ার করা যাবে না।

প্রশ্ন: সিক্রেট কমিউনিটিটা কী এবং কেন?

উত্তর: অথোরিটি এইড সিক্রেট কমিউনিটিটা মূলত অনলাইন প্রফেশনালদের একটা প্লাটফর্ম। এটার কাজ ব্যাপক এবং অনেক বিস্তৃত। কিন্তু বড় দাগে আমরা যদি সিক্রেট কমিউনিটির কার্যক্রলাপ সম্পর্কে বলি তাহলে এরকম হবে:-

  • বাংলাদেশের প্রথম নোম্যাড কমিউনিটি।
  • অনলাইন আর্নিং সিক্রেট মেথড শেয়ার করার স্থান।
  • দেশের বাইরের বড় বড় এসইও কনফারেন্সগুলোতে এটেন্ড করা।
  • দেশের ভেতরে এসইও কনফারেন্স আয়োজন এবং দেশী-বিদেশী এসইও এক্সপার্ট ও মার্কেটারদের নিয়ে আসা।
  • কমিউনিটির যেকারও যেকোনো সমস্যায় আর্থিক ও মানসিক সাপোর্ট দেয়া।
  • শীতার্ত, বন্যার্ত, ক্ষুধার্ত, অসহায় মানুষকে আর্থিক ও অন্যান্য সাপোর্ট দেয়া।
  • বাংলাদেশকে বহির্বিশ্বে পজেটিভলি রিপ্রেজেন্ট করা।
  • আরও কিছু ব্যাপার আছে যা এখুনি ডিসক্লোজ করতে চাচ্ছি না; শুরু করার পর জানতে পারবেন।

প্রশ্ন: লাইভ প্রজেক্টের মেম্বাররা কোনো সমস্যায় পড়লে কিভাবে সাপোর্ট পাবেন?

উত্তর: লাইভ প্রজেক্টের জন্য একটি মেম্বারশিপ প্যানেল তৈরি করা হয়েছে।‍‍ সেখানে সাপোর্ট সিস্টেম আছে। প্রজেক্ট সংক্রান্ত যেকোনো সমস্যায় মেম্বাররা সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারছেন সেখান থেকে।

প্রশ্ন: লাইভ প্রজেক্টের জন্য কত খরচ হবে?

উত্তর: এটা নির্ভর করছে আপনার উপর। আপনি যদি আমার দেখানো ওয়েতে নিস সিলেকশন, কীওয়ার্ড রিসার্চ, এবং আর্টিকেল লিখতে পারেন, তাহলে ডোমেইন এবং হোস্টিং ছাড়া আর তেমন কোনো খরচ হবে না। ব্যাকলিংক পদ্ধতি আমি দেখাবো। কিন্তু আমরা ব্যাকলিংক নিয়ে কাজ করবো না। আর্টিকেলের উপর ডিপেন্ড করেই আমরা কীওয়ার্ড রেংক করবো, ইনশাআল্লাহ।

প্রশ্ন: আমার আরও প্রশ্ন আছে। কী করবো?

উত্তর: যদি উপরে আপনার প্রশ্নের উত্তর না পান, তাহলে এখানে লিখুন আমাকে: authorityaid@gmail.com . ফিরতি মেইলে আপনার প্রশ্নের রিপ্লাই পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

ধন্যবাদ, ভালো থাকুন।
হ্যাপি নিস সাইট মার্কেটিং!

ধন্যবাদান্তে,
মো বিল্লাল হোসেন সরকার
ফাউন্ডার, অথোরিটি এইড

ফেসবুক পেজ | ফেসবুক গ্রুপ
লাইফটাইম ডিল অফার এফবি গ্রুপ