Branalyzer Review – Branalyzer All In One SEO Tool For Niche Site Marketer

ব্রানালাইযার হলো এমন একটি টুল, যেটা ইউজ করে একটা শুরু করতে যাওয়া ওয়েবসাইট কিভাবে কী করতে হবে, সবকিছুই বের করে নেয়া যাবে। নাহ, কথাটা হলো না। আসলে ব্রানালাইযার আরও বেশি কিছু। ইভেন পুরনো একটা ওয়েবসাইটকে স্কেলআপ করার জন্যও ব্রানালাইযার দরকার। যেমন, পুরনো একটা ওয়েবসাইটের অনপেজ, অফপেজ এনালাইসিস করে সহজেই বুঝতে পারবেন সাইটটা আরও ভালো করার জন্য কি কি করতে হবে।

আর যদি নতুন প্রজেক্ট হয়, তাহলে সেটাকে একটা ব্রান্ড তৈরি করার জন্য সবকিছু আগেই পেয়ে যাবেন। একদম আপ-টু-ডেট তথ্য এ-টু-জেড।

আমার মনে হচ্ছে ব্রানালাইযার সম্পর্কে তাও পরিপূর্ণভাবে বলা সম্ভব হয়নি। মানে আমি বলতে পারিনি। তবে আমি এই টুলটার একটা ফিচার দেখেই মুগ্ধ হয়ে গেছি- এক্সপায়ার্ড ডোমেইন হান্টার। খুব সহজেই ভালো ডিএ/পিএ, আরডি, ডিআরযুক্ত, হাই অথোরিটি এবং ব্রান্ডেবল ডোমেইন খুঁজে বের করা যায় ব্রানালাইযার দিয়ে।

আসলে ব্রানালাইযার এমন একটা টুল, যেটা দিয়ে এমন এমন কাজ করা যায়, যা দেখে অবাক হবেন। আসুন, সংক্ষেপে বরং সেগুলো জেনে নিই। তাহলে হয়তো আপনি কিঞ্চিৎ ধারণা করতে পারবেন টুলটা কেমন?

Branalyzer SEO report

ব্রানালাইজার প্রধান ফিচারসমূহ:

👉 ব্র্যান্ড সামারি: এই ফিচারটি দিয়ে জানতে পারবেন ব্র্যান্ড ইন্ডাস্ট্রি, ক্যাটাগরি, ধরণ, কারা কাজ করবে/করতো ইত্যাদি বিষয়।
👉 বিজনেস কেপিআই: একটা সাইটের আনুমানিক ট্রাফিক, গড় অর্ডার ভ্যালু, কনভার্সন রেট, রেভিনিউ, লাইফ টাইম ভ্যালু ইত্যাদি দেখা যায় খুব সহজে এই ফিচার দিয়ে।
👉 ব্র্যান্ড এসইও: ব্যাকলিংক সংখ্যা (বিএল), রেফারিং ডোমেইন সংখ্যা (আরডি), ডোমেনের ভ্যালু ইত্যাদি জানা যায়।
👉 ব্র্যান্ড ব্যাকলিংক: রুট ডোমেনের সংখ্যা, প্রদত্ত ডোমেনের মোট আনুমানিক খরচ, প্রদত্ত ডোমেনের সংখ্যা দেখতে পারবেন।
👉 ব্র্যান্ড কম্পিটিটর্স: উল্লেখিত ডোমেইনটা কতটা কমপিটিটিভ, ট্রাফিক ভ্যালু, সংখ্যা জানতে পারবেন।
👉 ব্র্যান্ড কীওয়ার্ড: কমপিটিটর ডোমেইনের টপ ১০০ কীওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন। যা দিয়ে আপনার সাইটের জন্য উইনিং কীওয়ার্ড পেয়ে যেতে পারবেন খুব সহজে।
👉 ব্র্যান্ড ইমেইল: আরেকটা অসাধারণ ফিচার। আপনি যদি ব্যাকলিংক/গেস্টপোস্ট আউটরিচ বা এই ধরণের কাজ করতে চান, তাহলে আপনার লাগবে ইমেইল এবং সংশ্লিষ্ট নাম ও এড্রেস। ব্রানালাইযার দিয়ে খুব সহজেই আপনার কমপিটিটরসহ যেকোনো ওয়েবসাইট থেকে ইমেইলসহ এই তথ্যগুলো স্ক্র্যাপ করতে পারবেন।
👉 ব্র্যান্ডেবল কিনা?: যে ডোমেইনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা নিয়ে আগেই কাজ করা হয়েছে কিনা বা রিলেটেড কিছু থাকলে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেই তথ্য খুব সহজেই স্ক্র্যাপ করতে পারবেন এই ফিচারের সাহায্যে।
👉 ব্র্যান্ড ডোমেন সার্চ: ব্রান্ডেবল ডোমেইন খুঁজে বের করার জন্য এই ফিচারটা অসাধারণ।
👉 কীওয়ার্ড হান্টার: একটা কীওয়ার্ডের রিলেটেড টপ ১০০ কীওয়ার্ড হান্ট করে দেখায় আর সেই সাথে কমপিটিটর ডোমেইন/লিংক।যা দিয়ে খুব সহজেই আউটরিচ করে ব্যাংকলিংক পাওয়া সম্ভব। কীওয়ার্ড দিয়ে কাজও করতে পারবেন নিজের সাইটে।
👉 ব্যাকলিংক হান্টার: নির্ধারিত সাইটের; বিশেষ করে কমপিটিটর সাইটের ব্যাকলিংক খুঁজে বের করার অসাধারণ আরেকটা ফিচার এই ব্যাকলিংক হান্টার।
👉 ব্রান্ড ফ্রি হান্টার: আমার মনে হয় এটা চমৎকার একটা ফিচার। এই ফিচার দিয়ে আপনি সহজেই এমন কিছু লিংক/পোস্ট খুঁজে বের করতে পারবেন যা কিনা আপনার সাইটের/আর্টিকেল রিলেটেড। ফলে খুব সহজেই আউটরিচ করে ঐসব সাইট থেকে গেস্টপোস্ট/ব্যাকলিংক পেতে পারবেন।
👉 এক্সপায়ার্ড ডোমেইন হান্টার: একদম ওয়াও একটা ফিচার। আমি মূলত ব্রানালাইযার কিনেছি এই একটা মাত্র ফিচারের জন্যই। খুব সহজেই এই ফিচার ইউজ করে nytimes.com, forbes.com, producthunt.com, wikipedia, times.com… এরকম বড় বড় সাইটের ব্যাকলিংকযুক্ত এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে বের করতে পারবেন।

Branalyzer Backlink Checker

এই এতোসব ফিচার-ই কিন্তু শেষ নয়।

ব্রানালাইযার টুলটার ফিউচার রোডম্যাপ দেখলে অবাক হবেন। অসাধারণ সব ফিউচার ফিচার দেখলাম তাদের রোডম্যাপে। আগ্রহীরা এই লিংকে গিয়ে দেখে আসতে পারেন: ব্রানালাইযার ফিউচার রোডম্যাপ

আর এতো সব ফিচার থাকার পরও ওরা অ্যাপসুমোতে এসেছে লাইফটাইম অফার নিয়ে।

কেন?

কারণ তারা নতুন কোম্পানী।

নতুন সাসপ্রোডাক্ট কোম্পানীগুলো ফান্ড রেইজ করার জন্য এই কাজটা করে থাকে। যেই টুল এক মাস ইউজ করার জন্য যে টাকা পে করতে হয়, সেই একই পরিমান টাকা দিয়ে টুলটা আপনি কিনতে পারবেন আজীবনের জন্য।

সেই আমাউন্টটা কত? অনেক বেশি বুঝি? তা কিন্তু নয়। ওয়ান টাইম প্রাইসটা শুনলে অবাক হবেন। আসলেই অবাক হবেন। কারণ, এরকম স্ক্র্যাপিং টুল এতো কমে কখনোই আশা করা যায় না। মাত্র ৩৯ ডলার দাম।

.

কিনতে চান? আরও জানতে চান? উপরের বাটনে ক্লিক করে চলে যান। আরও বিস্তারিত জানতে পারবেন।

কিছু জানার থাকলে কো-ফাউন্ডার ম্যাটকে প্রশ্নও করতে পারবেন উপরের লিংকে গিয়ে। কিংবা আগেই আপনার করা প্রশ্নটা করে ফেলেছে কিনা সেটা চেক করে দেখুন আগে করার প্রশ্নগুলো থেকে। রিভিউগুলো পড়ুন মনযোগ দিয়ে। ফিচার বিস্তারিত পড়তে পারেন।

কেন এতো কিছু করবেন?

কারণ, না পড়লে বুঝতে পারবেন না টুলটা আপনার দরকার নাকি, না?

সো, এটা নয়, যেকোনো টুল কেনার আগে অবশ্যই ভালো করে বুঝে-শুনে-দেখে কিনবেন।

ওকে, ভাইয়া?

ব্রানালাইযার রিভিউ – Branalyzer Review by Authority Aid

আমার ভিডিও রিভিউ দেখতে চান? নিচে যুক্ত করে দিলাম। আশা করি ব্রানালাইযার আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ভিডিও রিভিউ দেখে।

ব্রানালাইযার রিভিউ বাই অথোরিটি এইড

.

ওভারঅল মতামত

ব্রানালাইযার লাইফটাইম ডিল অফার করছে অ্যাপসুমো। সুতরাং আস্থা রাখতে পারেন যে, প্রোডাক্ট ভালো না লাগলে কোনো কারণ দর্শানো ছাড়াই ৬০ দিনের মধ্যে ফুল রিফান্ড নিতে পারবেন। সুতরাং আমি বলবো যদি আপনি নিস সাইট মার্কেটিংয়ের সাথে জড়িত থাকেন, কিংবা সিমিলার কোনো বিজনেস; তাহলে নিশ্চিন্তে ৬০ দিন ট্রাই করে দেখতে পারেন ব্রানালাইযার।

Branalyzer Traffic Checker

প্রয়োজনীয় টুল। দামও কম। সো কিনে নিতে সমস্যা দেখি না আমি। উল্লেখ্য, সাধারণত আমি কোনো টুল সরাসরি কিনে নিতে বলি না। এটা কিনতে সরাসরি বললাম। বাকীটা আপনার সিদ্ধান্ত।

অল দ্য বেস্ট।
হ্যাপি নিস সাইট মার্কেটিং!